Netaji: কেউ হারিয়েছে বাড়ি, কেউ ছিল শিশুশ্রমিক, নেতাজীকে নিয়ে ছবি দেখবে হোমের শিশুরা

Published By: Madhyabanga News | Published On:

পবিত্র ত্রিবেদীঃ বহরমপুরঃ ট্রেনে যেতে যেতে বাড়ি হারিয়ে ফেলেছিল বাচ্চাটি। আর ফিরে যায়নি। কারো বা বাবা-মা দুজনেই মারা গিয়েছেন। কেউ ছিল শিশু শ্রমিক। অগত্যা ঠাঁই হয়েছে হোমে। অসম, ঝারখন্ড , মধ্যপ্রদেশ, বিহার। তাদের বাড়ি ভারতের ভিন্ন এলাকায় । তারা সবাই একসঙ্গে বড় হচ্ছে বহরমপুরের কাজী নজরুল ইসলাম চিল্ড্রেন হোমে । এবার স্বাধীনতা দিবসে এই সরকারি প্রতিষ্ঠানে তাদেরকে দেশাত্মবোধক ভাবধারায় উদ্বুদ্ধ করার জন্য বিশেষ সিনেমা দেখানো হবে। দেখানো হবে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর লড়াইয়ের কাহিনী।
এবার ১৫ আগস্ট এর তাৎপর্য অন্য মাত্রার। আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর। সারা দেশ জুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি চলছে। প্রতিবছরের মতো এবারও ক্লাবে, বিভিন্ন সংস্থায়, রাজ্যের সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা তোলা হবে। দেশাত্মবোধক গান বাজানো হবে। সেরকমভাবে জাতীয় পতাকা তোলা হবে বাচ্চাদের এই হোমে । যে সিনেমাটি পাঁচ বছর আগে স্বাধীনতার ৭০ বছরে জাতীয় স্তরে দেখানো হয়েছিল। শ্যাম বেনেগাল এর তৈরি ‘বোস দা ফরগটেন হিরো’ সিনেমা দেখানো হবে ওই হোমে । তাছাড়া বাচ্চারা গান করবে, কবিতা আবৃত্তি করবে। এসব থাকছেই। জানা গিয়েছে, ঐদিন আবাসিকদের জন্য স্পেশাল ডায়েট থাকবে। সকালে লুচি, তরকারি, মিষ্টি। দুপুরে চিকেন ফ্রাই রাইস ছাড়া অন্যান্য খাবার থাকবে। এখন সেখানে 46 জন শিশু-কিশোর থাকে। ওই হোমের সুপারিনটেনডেন্ট বিশ্বজিৎ মুখোপাধ্যায় সোমবার জানিয়েছেন, আমরা চাই বাচ্চারা ভবিষ্যতের সুনাগরিক হোক । দেশাত্মবোধক ভাবধারায় তারা উদ্বুদ্ধ হোক। সরকারি প্রতিষ্ঠানে বড় হয়ে তারা দেশের জন্য ভালো কিছু করুক। সেই ভাবনা থেকেই আমাদের এই সিনেমা দেখানোর উদ্যোগ। এখানকার বাচ্চারা রাজ্য শিশু-কিশোর একাডেমীর উদ্যোগে নাটকে অভিনয় করেছে। ছবি আঁকা, গান শেখানো হয়।