Murshidabad incident রাতের অন্ধকারে পৌরসভার জলপ্রকল্পের পাইপ চুরির চেষ্টা! চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চার দুষ্কৃতি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ থানার অন্তর্গত স্টেশন রোড এলাকায়। উদ্ধার হয়েছে ৬০ টি পাইপ বোঝাই একটি মিনি ট্রাক, আটক করা হয়েছে একটি স্কুটার। কেন এই পাইপ রাখা ছিল? জানা গিয়েছে, মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় চলছে বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজ। সেই কাজের জন্যই বিভিন্ন জায়গায় রাখা রয়েছে জলপ্রকল্পের পাইপ। সেই পাইপই চুরি করতে আসে দুষ্কৃতিরা। শুক্রবার ভোরে প্রথমে ১০ নম্বর ওয়ার্ডে পাইপ চুরি করার চেষ্টা চলে বলে জানা যায়। সেখানে বাধা পেয়ে দুষ্কৃতিরা ৭ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে পরে থাকা পাইক মিনি ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। স্টেশন রোড এলাকা থেকে পুলিশ পাকড়াও করে চারজনকে।
Murshidabad incident পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দুজনের বাড়ি মুর্শিদাবাদের রানীতলা থানা এলাকায়, একজনের বাড়ি ভগবানগোলা এবং বাকি একজনের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসাতে। শুক্রবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মুর্শিদাবাদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দে চুরির এই ঘটনা প্রসঙ্গে জানান, চুরির ঘটনা সামনে আসতেই থানায় ফোন করে জানাই। আটক করা হয় গাড়ি। হাতেনাতে ধরা হয় দুষ্কৃতিদের। খবর দেওয়া হয় চেয়ারম্যানকে। কাউন্সিলার আরও জানান, বছর খানেক আগেও একবার চুরির ঘটনা ঘটেছিল। যদিও চম্পট দেয় দুষ্কৃতিরা। পুলিশ তদন্ত করুক। এই চুরি চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।