Murshidabad Hostel মুর্শিদাবাদে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির ছাত্রছাত্রীদের জন্য হস্টেলে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে ১৮ নভেম্বর। মুর্শিদাবাদ জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে তপশিলী জাতি ও উপজাতির ছাত্র–ছাত্রীদের জন্য কেন্দ্রীয় আবাসিক ছাত্রাবাসে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে । জেলার চারটি আলাদা ছাত্রাবাসে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের উপযুক্ত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে কলেজে মাত্র ৩০ %
Murshidabad Hostel কোন কোন ছাত্রাবাসে ভর্তি হবে?
দপ্তর সূত্রে জানা গিয়েছে, মোট চারটি আবাসের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে—
১) তপশিলী জাতি কেন্দ্রীয় ছাত্রাবাস, জয়চাঁদ রোড, খাগড়া, বহরমপুর
২) তপশিলী জাতি কেন্দ্রীয় ছাত্রীনিবা, বিমল সিনহা রোড, বহরমপুর
৩) তপশিলী উপজাতির কেন্দ্রীয় ছাত্রাবাস, ধোপঘাটি, গোরাবাজার, বহরমপুর
৪) তপশিলী উপজাতি কেন্দ্রীয় ছাত্রীনিবাস, নেতাজী রোড, বহরমপুর
Murshidabad Hostel হস্টেলের ফর্ম মিলবে কোথায়
১৮ নভেম্বর ২০২৫ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন বিকেল ৪:৩০-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীদের পূরণ করা ফর্ম বহরমপুর প্রশাসনিক ভবনের ৩০৬ নম্বর ঘরে রাখা বাক্সে জমা করতে হবে। দপ্তর জানিয়েছে, ভুল বা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা পরে অফিসের নোটিস বোর্ডে প্রকাশ করা হবে। ফর্ম ৩০৬ নম্বর ঘরেও পাওয়া যাবে। নীচের লিংকে থেকে ফর্ম ডাউনলোড করতে পারেনঃ
Download Form Hostel আবেদন করার শর্তাবলি
দপ্তরের নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীদের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা বাধ্যতামূলক—
আবেদনকারীকে অবশ্যই
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক পাশ করার পর আবেদন করা যাবে ।
- অভিভাবকের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার মধ্যে হতে হবে।
- আয়ের শংসাপত্র সংযুক্ত রাখতে হবে।
- সরকার অনুমোদিত তপঃজাতি / তপঃউপজাতি শংসাপত্রের প্রত্যয়িত নকল আবশ্যক।
- শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রশিদের সত্যায়িত নকল জমা দিতে হবে।
- মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও সর্বশেষ পরীক্ষার মার্কশিট, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার অ্যাটেস্টেড করা নকল আবেদনপত্রের সঙ্গে জমা করা বাধ্যতামূলক।









