Murshidabad History Festival ঐতিহাসিক মুর্শিদাবাদ। Historical Murshidabad. ঐতিহাসিক শহর বহরমপুর আবারও এক ইতিহাসের সাক্ষ্মী। এই শহরেই গড়ে উঠেছে ইতিহাসের দেশ। প্রাচীন থেকে আধুনিক মুর্শিদাবাদের সুদীর্ঘ যাত্রাপথ নিয়ে ইতিহাসের দেশ প্যাভিলিয়ন শহরের সবুজ প্রান্তরে। মথুরাপুর নীলকুঠী থেকে চাঁচল রাজবাড়ি, মুর্শিদাবাদ ইমামবাড়া থেকে কাশিমবাজার বড় রাজবাড়ি- রেপ্লিকায় সেজেছে উৎসব প্রাঙ্গণ। বইয়ের পাতা উল্টে নয়! বায়োস্কোপে চোখ দিয়ে ফিরে দেখা ইতিহাসকে। পড়ার বইয়ের বাইরে ইতিহাস নিয়ে চর্চা, ইতিহাসকে জানার এমন সুযোগ ঐতিহাসিক বহরমপুরের মাটিতে।
Murshidabad History Festival মুর্শিদাবাদ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে শুধুই ইতিহাস। সেই ইতিহাসকেই জানতে, বুঝতে প্রদর্শনী ইতিহাসের। বুধবার বহরমপুরে ওয়াইএমএ YMA Ground ময়দানে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের। মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে এই উৎসব এবার ৫ দিনের। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার শতাধিক স্কুল, কলেজ এই উৎসবে সামিল হয়েছে।
Murshidabad History Festival ঐতিহাসিক নিদর্শন, ঐতিহাসিক পর্যটন কেন্দ্র মডেলের মাধ্যমে প্রদর্শিত হয়েছে স্টলে স্টলে। সাথে রয়েছে হস্তশিল্পের স্টল। ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী থেকে প্রাচীন থেকে আধুনিক মুর্শিদাবাদের প্যাভিলিয়ন- ইতিহাসের বইয়ের মেলা উৎসব প্রাঙ্গণে। এবছর স্টল সংখ্যা ৫০ টি। ইতিহাস উৎসবে অংশ নিয়েছে মুর্শিদাবাদ ও মালদা জেলার স্কুল, কলেজের ছাত্র ছাত্রীরা। মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে এসে তাদের কেমন লাগছে?
Murshidabad History Festival ইতিহাস উৎসবের কী লক্ষ্য?
Murshidabad History Festival মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্য অরিন্দম রায় বলেন, ” ইতিহাসকে শ্রেণী পাঠ্যের মধ্যে আবদ্ধ না করে ইতিহাসকে জনমুখী করার উদ্দ্যেশ্য। মুর্শিদাবাদ ইতিহাসের হাত ধরে ভারত বিজয় অভিযানের দাবীও করছি। ইতিহাসকে কেন্দ্র করে এত বড় উৎসব ভারতবর্ষে আর কোথাও হয় কিনা জানা নেই। পাঁচ দিন ধরে চলবে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব। উৎসব প্রাঙ্গণ জুড়ে ইতিহাসের আবহ তৈরির চেষ্টা হয়েছে। মুর্শিদাবাদ ইতিহাস উৎসব মানেই ইতিহাসের দেশ এই লক্ষ্য নিয়েই এগোচ্ছি।