Murshidabad History Fectival 2025 এ যেন টাইম মেশিনে ইতিহাসের দেশে! ফেব্রুয়ারিতেই বহরমপুরে রোমাঞ্চকর অভিযান

Published By: Imagine Desk | Published On:

Murshidabad History Fectival 2025 মধ্যযুগে মুর্শিদাবাদের মানুষ কী খাওয়াদাওয়া করত? কেমন ছিল জীবনযাপন? কেমন ছিল মুর্শিদাবাদের পথঘাট! ঐতিহাসিক স্থানের ছবিটা? স্টলে স্টলে গিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ! এই সুযোগ পাওয়া যাবে ঐতিহাসিক শহর বহরমপুরেই। শুধু বইয়ের পাতায় ইতিহাস জানা নয়! একেবারে হাতেকলমে ইতিহাসকে খুঁজে পাওয়া বর্তমান সময়ে। ঠিক যেন টাইম মেশিনে করে পৌঁছে যাওয়া সেই মধ্যযুগে! কল্পকাহিনীর মতো হলেও ব্যাপারটা হতে চলেছে বেশ রোমাঞ্চকর এবং চমকপ্রদ। মুর্শিদাবাদের দীর্ঘ ইতিহাসকে জনমুখী করে তুলতে এবং ছাত্র ছাত্রীদের কাছে ইতিহাসকে তুলে ধরার প্রয়াসে শুরু হতে চলেছে ‘মুর্শিদাবাদ ইতিহাস উৎসব’ । মুর্শিদাবাদের ইতিহাসকে History of Murshidabad তুলে ধরা হবে ছবি ও আলোক চিত্রের মাধ্যমে। ছাত্র ছাত্রীদের মধ্যে ইতিহাস বোধ গড়ে তুলতে এবারের ইতিহাস উৎসবে থাকছে বাড়তি নজর। থাকছে প্রচুর চমক।

Murshidabad History Fectival 2025 কেন এই উৎসবের ভাবনা?

Murshidabad History Fectival 2025 মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্য ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ রাজর্ষি চক্রবর্তী জানান, “নবম বর্ষে পা দিল এই উৎসব। উৎসবের মাধ্যমে মুর্শিদাবাদবাসীর কাছে মুর্শিদাবাদের দীর্ঘ ইতিহাস তুলে ধরা হবে। পাঠ্য বইয়ের বাইরে ইতিহাসকে গণমুখী করার লক্ষ্য। অন্যরকম ভাবে ইতিহাসকে পরিবেশন করতে চাইছি যেটা ইতিহাস উৎসবের মূল লক্ষ্য। বিশেষ করে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে ক্লাসরুমর ইতিহাসকে ভেঙে নতুন ইতিহাস পরিবেশন ইতিহাস উৎসবের মূল লক্ষ্য।”

Murshidabad History Fectival 2025 এবছর উৎসবে নতুন কী ?

Murshidabad History Fectival 2025 উদ্যোক্তারা বলছেন, বাংলার একমাত্র ইতিহাস উৎসব এবছর ৫ দিনের। এই মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে একদিকে যেমন থাকবে বিভিন্ন স্টল। একই সাথে স্কুল, কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে ইতিহাসের উপর নানান মডেলও প্রদর্শিত থাকবে স্টলে। ইতিমধ্যেই বহরমপুরে পদযাত্রাও হয়েছে মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের তরফে। মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আরেক সদস্য অরিন্দম রায় জানান, “এতদিন এই উৎসব হত রবীন্দ্রসদনে এবার হচ্ছে ওয়াইএমএ মাঠে। তিন দিন হলেও এবার এই উৎসব পাঁচ দিনের। পরিসর অনেক বৃদ্ধি পেয়েছে। এবার স্টল সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৫০ টি। এবারেও মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের স্টল থাকছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জেলা পর্যটন দফতর, নিউমিসমেটিক সোসাইটি অফ ক্যালকাটা Numismatic Society of Calcutta উৎসবে অংশগ্রহণ করছে। ইতিহাস বিষয়ক নানান ইভেন্টে শতাধিক স্কুল, কলেজ পড়ুয়া অংশ নিচ্ছে। এবছর অন্যমাত্রায় শুরু হতে চলেছে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব।”

Murshidabad History Fectival 2025 কবে থেকে শুরু ইতিহাস উৎসব?

Murshidabad History Fectival 2025 ‘মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের হাত ধরে ভারত বিজয় অভিযান’- এই স্লোগানকে সামনে রেখেই মুর্শিদাবাদ ইতিহাস উৎসব শুরু হতে চলেছে এবছর। উদ্যোক্তারা বলছেন, ইতিহাস উৎসব প্রাঙ্গণ হয়ে উঠবে ইতিহাসের দেশ। ইতিহাসের অঙ্গনে থাকবে ইতিহাসের গন্ধ। বহরমপুর ওয়াইএমএ ময়দানে ৫ ই ফেব্রুয়ারি বেলা ১২ টায় হবে উদ্বোধন। উৎসব চলবে পাঁচ দিন। প্রতিদিন বেলা ১ টা থেকে রাত ৯ টা অবধি খোলা থাকবে ইতিহাস অঙ্গন। প্রবেশ অবাধ।