উচ্চমাধ্যমিকেও প্রথম দশে নেই মুর্শিদাবাদের কোন পরীক্ষার্থী, পাশের হারে প্রথম দশে জেলা

Published By: Madhyabanga News | Published On:

ওয়েব ডেস্ক, মধ্যবঙ্গ নিউজঃ ২০২৩ সালে ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা , পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। প্রায় দু’মাসের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । রাজ্যে উচ্চ মাধ্যমিকে এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার। জেলা শিক্ষা দপ্তর সূত্রের খবর ২০২৩ সালে মুর্শিদাবাদ জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১ হাজার ৬৬৯ জন। যার মধ্যে রয়েছেন ২৭ হাজার ১০৫ জন ছাত্র ও ৪৪ হাজার ৫৭৪ জন ছাত্রী। যারা ২০২৩ সালে উচ্চমাধ্যমিক দিয়েছে তারা ২০২১ সালে মাধ্যমিক দেয় নি। এটাই ছাত্রছাত্রীদের কাছে চ্যালেঞ্জ।রাজ্যে পাশের হার ৮৯ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পাশের হারে প্রথম দশে রয়েছে মুর্শিদাবাদ। প্রথম দশে রয়েছে ৮৭ ছাত্রছাত্রী। প্রথম দশে এর মধ্যে ১৮ জন হুগলীর ছাত্রছাত্রী। কিন্তু মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও প্রথম দশে নেই মুর্শিদাবাদের কোন পরীক্ষার্থী। রাজ্যে প্রথম শুভ্রাংশু সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র, পেয়েছেন ৪৯৬ নম্বর। দ্বিতীয় স্থানে দু জন, সুসমা খান, বাঁকুড়ার ছাত্রী, আবু সামা উত্তর দিনাজপুরের ছাত্র।