এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Health মুর্শিদাবাদের স্বাস্থ্য দেখতে  নির্মল মাজির নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটি

Published on: October 14, 2025
Murshidabad Health

Murshidabad Health মুর্শিদাবাদের স্বাস্থ্য দেখতে ডাঃ নির্মল মাজির নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটি। মুর্শিদাবাদ সফরে এসেছে বিধানসভার স্বাস্থ্য বিষয়ক  স্ট্যান্ডিং কমিটি। ২ দিনের এই সফর শুরু হয়েছে সোমবার। মঙ্গলবার বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ঘুরে দেখছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন হাসপাতাল।

এরপর এদিন বিকেলে  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। দেখবেন   পরিকাঠামো থেকে চিকিৎসার হাল হাকিকত।

Murshidabad Health কারা আছেন সফরে ?

এই কমিটির  নেতৃত্বে রয়েছেন  পশ্চিমবঙ্গ বিধানসভার হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাঃ নির্মল মাজি। আছেন স্ট্যান্ডিং কমিটির সদস্য , বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ।   সঙ্গে আছেন  মুর্শিদাবাদ জেলার সিএমওএইচ ডাঃ সন্দীপ সান্যাল। রয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

কান্দিতে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হচ্ছে

Murshidabad Health এদিন সকালে বহরমপুর সার্কিট অফিস থেকে বের হন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। রওনা দেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে।   সোমবার রাতে কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ।

আরও দেখুনঃ Farakka News ফারাক্কায় অ্যাম্বুলেন্স এল না সময়ে ! প্রসূতির প্রাণ গেল

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now