এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Gold Seized: ১২ কেজি রুপো, ২৮৬ গ্রাম সোনা সহ জলঙ্গিতে পুলিশের জালে ৫

Published on: July 18, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ২৮৬ গ্রাম সোনা এবং ১২ কেজি রুপো সহ পাঁচ চোরা কারবারিকে হাতেনাতে ধরল পুলিশ । রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্ত জলঙ্গির ঘোষপাড়া অঞ্চলের দক্ষিণ ঘোষপাড়া এলাকায় নাকা চেকিং চালায় পুলিশ । চোরাচালান হচ্ছে বুঝতে পেরেই ঐ দলকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতদের নাম বাবর আলী , সোহেল রানা বিশ্বাস ওরফে সলটু, রাহিন সেখ , বাদেশ মন্ডল এবং মিজানুর বিশ্বাস ওরফে বাচ্চু ।
ধৃতদের সকলের বাড়ি জলঙ্গী থানা এলাকায় বলে জানা গেছে। লক্ষাধিক টাকার ঐ সোনা রুপো কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই চক্রের সাথে আরও কে বা কারা যুক্ত আছে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গী থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now