হাই মাদ্রাসায় রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম রঘুনাথগঞ্জের সাদিয়া

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ রাজ্য থেকে প্রকাশিত হাইমাদ্রাসার দশ জনের মেধাতালিকার পঞ্চম স্থানে রয়েছে লালগোলার আইসিআর হাইমাদ্রাসার ছাত্রী সাদিয়া খাতুন। রাজ্যের হাইমাদ্রাসার ছাত্রীদের মধ্যে প্রথম সে। সাদিয়ার মোট প্রাপ্ত নম্বর ৭৭০। লালগোলা থানার নসিপুর গ্রাম পঞ্চায়েতের আইসিআর হাইমাদ্রাসা-র ছাত্রী সাদিয়া খাতুন বর্তমানে বীরভূম জেলার পাথরচাপড়িতে আল আমিন মিশনে পাঠরত। সাদিয়ার ভাই এম.জি আসফাকুল্লাহ প্রথম ওয়েবসাইটে বোনের সাফল্যের এই খবর দেখে বোনকে জানান। এই খবরে উচ্ছ্বসিত সাদিয়ার পরিবার। রাজ্যের সমস্ত হাইমাদ্রাসার ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে রঘুনাথগঞ্জের ইচ্ছেখালির লক্ষ্মীঝোলা অঞ্চলের মেয়ে সাদিয়া। এই খবরে আবেগঘন মুহূর্ত তৈরি হয় সাদিয়ার আম্মা সায়রা বানু বিবির কাছে। সাদিয়ার আব্বা এম.জি ওয়ালিউল্লাহ এই খবর পেয়ে প্রথমেই বীরভূমের মিশন থেকে মেয়েকে আনতে যাবার জন্য বেড়িয়ে পরেছেন। বাড়ির পাশের মসজিদের ইমাম তিনি। সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঘরে ফিরবেন। আজ সাদিয়ার পরিবারের খুশির দিন। সাদিয়ার এই সাফল্যে খুশি এলাকাবাসীও।

আইসিআর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ আব্দুর রৌফ সিদ্দিকি সকালেই সাদিয়ার পরিবারকে যোগাযোগ করে এই সুখবর জানিয়েছেন। রাজ্যে ছাত্রীদের মধ্যে প্রথম হবার খবরে উচ্ছ্বসিত গোটা মাদ্রাসা। দশজনের মেধা তালিকায় পঞ্চম ও রাজ্যের ছাত্রীদের মধ্যে প্রথম হবার এই কৃতিত্ব জেলার মাদ্রাসাগুলি বিশেষ করে ছাত্রীদেরকে পথ দেখাবে বলেই মনে করছে আইসিআর হাই মাদ্রাসা কর্তৃপক্ষ। রবিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে সংবর্ধনা ও মার্কশিট তুলে দেওয়া হবে সাদিয়া খাতুনকে।