Murshidabad জোড়া অগ্নিকান্ডে তীব্র চাঞ্চল্য। সব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা

Published By: Imagine Desk | Published On:

Murshidabad জোড়া অগ্নিকান্ড মুর্শিদাবাদের দুই পৃথক জায়গায়। ইফতারের আগেই এক লহমায় সব শেষ। রান্নার উনুন থেকে অগ্নিকান্ডে জলঙ্গীতে পুড়ল বাড়ি। আগুনে সব হারিয়ে দিশেহারা গোটা পরিবার। জানা গিয়েছে, ইফতারের আগে জলঙ্গীর কালীগঞ্জে রাকিবুল সেখের বাড়িতে তাঁর স্ত্রী রান্না করছিলেন। পরিবারের দাবি, উনুন থেকে হঠাৎই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পরে গোটা বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে সব কিছু। আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘর, বাড়ি। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রাকিবুল সেখ জানান, যা ছিল সব পুড়ে ছাই। টাকা পয়সা কিছু নেই। সব হারিয়ে চোখের জল এখন সঙ্গী। রমজান মাসে অগ্নিকান্ডে ঘটনায় হাহাকার পরিবার জুড়ে।

Murshidabad অন্যদিকে ঈদের বাজারের আগেই ভোর রাতে বেলডাঙার বড়ুয়া বাগানপাড়া এলাকায় কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লেগে যায়। সোমবার ভোর তিনটে নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক। তারপরই দাউ দাউ করে আগুন জলে ওঠে বন্ধ দোকানে। ভোর রাতে এতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। যদিও আগুনে পুড়ে যায় লক্ষ লক্ষ টাকার পোশাক, এমনটাই দাবি দোকান মালিকের।