Murshidabad Farmers মাটিতে নেতিয়ে পড়ে আছে পাকা ধান। জল জমেছে চাষের জমিতে। ফসলের এই দশা দেখে মাথায় হাত কৃষকের। সাইক্লোন মন্থার Cyclone Montha প্রভাবে ভারী বৃষ্টিতে মুর্শিদাবাদ জেলার ধান চাষে ব্যাপক ক্ষতি। জলের তলায় ধানের জমি। ব্যাপক ক্ষতি শীতকালীন সবজি চাষেও। মন খারাপের এই ছবি সুতির কাশিমনগরে।
আরও পড়ুনঃ Kisan Mandi ধান কেনা শুরু ১ তারিখ থেকে, ৩ দিনেই টাকা পাবেন
Murshidabad Farmers কতোটা ক্ষতি চাষে ?
সপ্তাহ শেষে প্রাকৃতিক দুর্যোগে ধান চাষিদের জীবনেও নেমে এল দুর্যোগ। সুতির কৃষক আফজাল সেখ বলেন, ” এই বৃষ্টিতে চাষের খুব ক্ষতি হয়েছে। ধান সব শেষ হয়ে গিয়েছে। কপি, টোমেটো, ছোলার ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিপূরণ চাইছি”।
অক্টোবরের শেষে অকাল বৃষ্টিতে কাশিমনগর ও আশপাশের গ্রামাঞ্চলে কৃষকরা এখন দিশেহারা। বিপর্যয় একাধিক জায়গায়। অতিবৃষ্টির জেরে ফরাক্কার বাহাদুরপুর পঞ্চায়েতের বাগদাবড়া ঘোষপাড়ায় একটি বাড়ি ভেঙে ঘটে বিপত্তি। কোনরকমে ঘর থেকে পালিয়ে প্রানে বাঁচে পরিবার।















