এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Farakka News ফারাক্কায় উদ্ধার কোটি কোটি টাকার মাদক ! গ্রেপ্তার দুই

Published on: October 18, 2025

Farakka News ফারাক্কায় উদ্ধার কোটি কোটি টাকার ব্রাউন সুগার। গ্রেপ্তার করা হয়েছে মালদার দুই যুবককে।

Farakka News পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ ও জঙ্গিপুর পুলিশ জেলার তথ্যের ভিত্তিতে শুক্রবার অভিযান চালায় ফারাক্কা থানার পুলিশ। বিকেলে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে শঙ্করপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে দুজনকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ১৬৮৬ গ্রাম ব্রাউন সুগার। ধৃত জালাল সেখ ও অসীম সেখ মালদার কালিয়াচকের বাসিন্দা।

 

কীভাবে উদ্ধার হল এই মাদক  ?

 

Farakka News শনিবার ফারাক্কা থানায় সাংবাদিক বৈঠকে ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন বলেন, এই মাদক মালদা থেকে আনা হচ্ছিল ডেলিভারির উদেশ্যে। উদ্ধার হওয়া ১৬৮৬ গ্রাম ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ।

Farakka News শনিবার ধৃতদের ৭ দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠান হয়। এই মাদক পাচার চক্রের সাথে আর কারা জড়িত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now