Murshidabad Erosion: ভাঙনের ১০০ কোটি নিয়ে প্রশ্ন অধীরের! এল তৃণমূলের কী জবাব ? 

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Erosion  মুর্শিদাবাদের ভৌগলিক মানচিত্র থেকেই মুছে যেতে পারে সামসেরগঞ্জ Samserganj ! লাগাতার চলতে থাকা ভাঙন দেখে এমন আশঙ্কা অনেকের। রবিবার, সোমবারের পর মঙ্গলবারও ফের ভয়াবহ ভাঙন চলছে সামসেরগঞ্জে। আর সাথে চড়ছে রাজনীতির পারদও। ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে শাসক দলের বিরোধিতায় সরব প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী Adhir Ranjan Chowdhury । তাঁর প্রশ্ন , ‘ সরকার বলছে ১০০ কোটি বরাদ্দ হয়েছে। কেন বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না ? কেন পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে না ? অধীরের দাবি, ‘১০০ কোটি টাকা জলে যাচ্ছে। কোন কাজ হচ্ছে না। ধোঁকা দেওয়া হচ্ছে ভাঙন দুর্গতদের।’ জেলা থেকে কলকাতা ধর্না অবস্থানের ডাক দেন অধীর।

Murshidabad Erosion   যদিও পাল্টা জবাব এসেছে তৃণমূলের পক্ষ থেকেও। সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের কটাক্ষ, ‘ অনেক কথাই বলেন অধীর। ছবি তোলাই কাজ। মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা নেই। কেন স্থানীয় সাংসদ এলেন না? বিধায়ক আরও বলেন, ‘ ভাঙন মোকাবিলার কাজ করাচ্ছেন মুখ্যমন্ত্রীই। ভাঙন দুর্গতদের গৃহ নির্মাণের জন্য এককালীন কিছু টাকা দেওয়ারও চেষ্টা চলছে। আমরাও চাই মাস্টার প্ল্যান হোক। মানুষের কান্না সহ্য করা যাচ্ছে না।’

Murshidabad Erosion   এদিকে ভাঙন প্রতিরোধে সুর চড়িয়েছে সিপিএম। স্থানীয় সিপিএম নেতা মোদ্দাসার হোসেন বলেন, ‘ বারো মাস ভাঙন প্রতিরোধ, পুনর্বাসনের কথা আমরাই বলি। আমরা লড়াই আন্দোলনের প্রেক্ষাপট পরিবর্তন করেছি। শারদীয়া উৎসবের পরেই বৃহত্তর আন্দোলনের পথে যাব।’ তিনি আরও বলেন, ‘ আমরা চাইব, ঝাণ্ডা দূরে রেখে সমাজের সর্ব স্তরের মানুষ এগিয়ে আসুক, ন্যায্য দাবী আমাদেরকেই আদায় করতে হবে। ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প কোন পথ নেই।’