Murshidabad Erosion গুয়াহাটি থেকে পুজোর ছুটিতে বাড়ি ফিরেছেন। সকাল থেকে গঙ্গার Ganges River স্রোত কিছুটা কম দেখে মনে আশার আলো জেগেছিল পরিযায়ী শ্রমিক অসীম রবিদাসের । একমাত্র ছেলেকে নিয়ে পুজোর কেনাকাটার কথা ছিল দুপুরে, কিন্তু পঞ্চমীর সকালেই ঘটে গেল বিপদ! বাড়ি ফিরতেই সব শেষ ! চোখের সামনে ভেঙে গেল বসত ভিটে। কোন কিছু বের করার আগেই ভয়াল গঙ্গা গিলে খেল আস্ত ঘর বাড়ি। উৎসবের দিনে সর্বস্বান্ত হলেন সামসেরগঞ্জের Samserganj উত্তর চাচন্ডর বাসিন্দা অসীম রবিদাস। সব চলে গেল জলের তলায়!- খেঁটে তৈরি করা বাড়িই আর নেই। অসহায় অসীম রবিদাস বলেন’ একটা ইটও বাঁচাতে পারেন নি।’
Murshidabad Erosion পুজোর আনন্দ নেই ভাঙনে সর্বহারাদের মনে। কোন উৎসব নেই এলাকায়। চারিদিকে শুধুই হতাশা আর কান্নার রোল। মাথা গোঁজার ঠাই নেই, পুজো কীভাবে হবে? অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সবিতা রবিদাসেরা। সর্বনাশা ভাঙন গিলে খাচ্ছে একের পর এক বাড়ি। একদিকে যখন উৎসবের আমাজে গা ভাসাচ্ছেন বঙ্গবাসী অন্যদিকে বিসাদের সুর সামশেরগঞ্জে। কোন উৎসব নেই নদীপারের বাসিন্দাদের।
Murshidabad Erosion – Samserganj Erosion: চোখের সামনে ১০ টা বাড়ি তলিয়ে গেল গঙ্গায়
Murshidabad Erosion উৎসবের আবহের মধ্যেই ফের ভয়ঙ্কর নদী ভাঙন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে । পঞ্চমীর সকালে ভয়াবহ গঙ্গা Ganges ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেল পরপর প্রায় ১০টি বাড়ি। চোখের নিমেষে গঙ্গা বক্ষে বিলীন হল একের পর এক বাড়ি । চোখের জল ভাঙ্গন দুর্গতদের। অহসায় পরিবার গুলির ঠাঁই হয়েছে কোন আত্মীয়দের বাড়ি অথবা রাস্তায়। গত তিন দিন ধরে ভয়াবহ গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে সামশেরগঞ্জের লোহরপুর ও উত্তর চাচন্ডের সীমান্ত এলাকায়। গত কয়েক দিনে নদী গর্ভে তলিয়ে গিয়েছে প্রায় ৩০টি বাড়ি। মঙ্গলবার সকাল ৯টা থেকে ফের শুরু হয় ভয়াল ভাঙ্গন। পরিবারের লোকজন কোন জিনিসপত্র সরানোর আগেই চোখের সামনে গঙ্গায় বিলিন হয়ে যায় প্রায় ১০টি বাড়ি।