এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Erosion মুখ্যমন্ত্রীর চেক মুর্শিদাবাদের ১১০০ ভাঙন দুর্গতদের

Published on: November 10, 2025
Murshidabad Erosion

Murshidabad Erosion মুর্শিদাবাদে ভাঙনে ক্ষতিগ্রস্থ ১১০০ পরিবারকে আর্থিক সহায়তা সরকারে। দেওয়া হল বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা। সোমবার শিলিগুড়ির উত্তর কন্যা থেকে ভার্চুয়াল ভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সাম্প্রতিক বন্যা ও ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য বিতরণ করেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee

বহরমপুরে কালেক্টরেট ক্লাব অডিটোরিয়াম থেকে ভার্চুয়াল মোডে সেই কর্মসূচীতে অংশ নিয়েছিলেন মুর্শিদাবাদে জেলার প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিরা। ছিলেন জেলা শাসক নীতিন  সিংহানিয়া, বহরমপুর পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ, জঙ্গিপুরের  সাংসদ খলিলুর রহমান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তৃণমূলের জেলা সভাপতি,  কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিক ও বিধায়করা।  সেখানে প্রতীকি ভাবে ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের হাতে এক তুলে দেওয়া হয়।

virtual meeting

আরও পড়ুনঃ Lalgola Padma Erosion পদ্মার ভাঙনে বিপর্যস্ত Murshidabad এর তারানগর, পরিদর্শনে জনপ্রতিনিধিরা

Murshidabad Erosion বিডিও অফিস থেকে দেওয়া হবে চেক

Murshidabad Erosion তৃণমুল নেতাদের দাবি,  পরে বিডিও অফিস থেকে সমস্ত ক্ষতিগ্রস্থদের চেক দেওয়া হবে জানা গিয়েছে। এদিন মুর্শিদাবাদ জেলার ভাঙনে ক্ষতিগ্রস্থ ১১০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হল । যে বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব বাড়ির জন্য ৬০,০০০ টাকা এই মুহূর্তে দেওয়া হয়েছে। এটা প্রথম কিস্তি হিসেবে। পরে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। যে সব বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ সেই বাড়ির জন্য ৭০ হাজার টাকা দেওয়া হবে। তার অর্ধেক টাকা এদিন দেওয়া হয়েছে। এই বিষয়ে এদিন বহরমপুরে তৃণমূল জেলা দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করেন জঙ্গিপুরের সাংসদ, জঙ্গিপুর জেলা তৃণমূলের সভবাপতি খলিলুর রহমান, কান্দির বিধায়ক, মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম।  খলিলুর রহমান দাবি করেছেন, ৩০ নভেম্বরের মধ্যে পাট্টাও পাবেন ভাঙনে বাড়িহারা পরিবারগুলি।

Erosion Chwque

Murshidabad Erosion সাংবাদিক সম্মেলন তৃণমূলের

Murshidabad Erosion খলিলুর রহমান আরও  জানিয়েছেন, দাবি করেছেন ২২ টি জেলায় প্রায় ১১ হাজার মানুষকে গৃহনির্মাণের জন্য অর্থ সাহায্য দেওয়া হয়েছে। ভাঙন কবলিত এলাকার মানুষ এবং বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে নানা রকম বীজ এবং কীটনশাসক প্রদান করা হয়েছে। সোমবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন থেকে  তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার বলে, মুর্শিদাবাদের এক পাড়ে প্লাবন, অন্য পাড়ে ভাঙন। মুর্শিদাবাদের ভাঙনে, প্লাবনে ক্ষতিগ্রস্থ মানুষ ক্ষতিপূরণের টাকা পাচ্ছে এটাই গর্বের। তিনি বলেছেন, “ মুখ্যমন্ত্রী বন্যা এবং ভাঙনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now