Murshidabad Election “মুর্শিদাবাদে তিনে তিন”, বহমপুরে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ( Adhir Chowdhury) । লোকসভা ভোটের আগে প্রায় প্রতিদিনই জেলা কংগ্রেস দপ্তরে যোগদান সভা করছে কংগ্রেস। মঙ্গলবারও ছিল সেরকম সভা। বহরমপুরে ভাকুড়ি ২ অঞ্চল থেকে যুব তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক এদিন যোগ দিলেন কংগ্রেসে। মঙ্গলবার জেলা কংগ্রেস ( INC) কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে হয় যোগদান। এই যোগদানের ফলে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব।
যোগদানকারীদের সামনেই অধীর জানান, তাঁর বলছে ইচ্ছে করছে মুর্শিদাবাদে তিনে তিন। এদিন বহরমপুরে সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সরব হন অধীর চৌধুরী। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর। অধীর বলেছন, “ রাজভবনে মোদী, দিদির বৈঠকের পর সন্দেশখালি নিয়ে খুব বেশি এগতে পারবে না। ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসার পর মোদীর করুণা, দয়া থেকে বাংলার দিদি বঞ্চিত হবে না”। যদিও অধীরের বক্তব্যকে আমল দিতে নারাজ তৃণমূল নেতারা।