Murshidabad Election: মুর্শিদাবাদে ৩ কেন্দ্রে লোকসভা নির্বাচনে কাজ করবেন ২৮ হাজার ৪৬০ জন ভোট কর্মী। ৭ই মে হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট। ১৩ই মে ভোট হবে বহরমপুর লোকসভা কেন্দ্রে। একই সাথে ৭ই মে হবে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এদিন বহরমপুরে সাংবাদিক সম্মেলন করেছেন মুর্শিদাবাদের নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক রাজর্ষি মিত্র ।
তিনি জানিয়েছেন,
এবছর মুর্শিদাবাদের ৩ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫৬ লক্ষ ৯৩ হাজার, ৮১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ লক্ষ, ৯০ হাজার, ৩৮৫ জন। মহিলা ভোটার সংখ্যা ২৮ লক্ষ , ৩ হাজার, ৩৩০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১০৩ জন। বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারের সংখ্যা ৫৭ হাজার ৭৩২। ৮৫ বছরের উর্ধের ভোটার সংখ্যা ২৬ হাজার ২৪৪।
মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মনোনয়ন পত্র জমা করা যাবে ১২ই এপ্রিল থেকে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৯শে এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২শে এপ্রিল। অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়া যাবে ১৮শে এপ্রিল থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৫শে এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯শে এপ্রিল।
ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়ন শুরু হচ্ছে ১২ই এপ্রিল থেকে। মনোনয়ন জমা দেওয়া যাবে ১৯শে এপ্রিল পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২শে এপ্রিল। নির্বাচন শান্তিপূর্ণ করতে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে ১৯টি জায়গায় নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড সীমান্তে ৬টি জায়গায় হবে নাকা চেকিং পয়েন্ট। সব মিলিয়ে ২৫টি জায়গায় নাকা চেকিং পয়েন্ট করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধা পোর্টালের মাধ্যমে সভা মিটিং মিছিলের আবেদন করতে হবে। বিনা অনুমতিতে কোন সভা করা যাবে না।
এই ভোট প্রক্রিয়া পরিচালনা করার জন্য ২৬ হাজার ২৬০ জন পুরুষ ভোটকর্মী ও ২ হাজার ২০০ মহিলা ভোট কর্মী কাজ করবেন। মোট ২৮ হাজার ৪৬০ জন ভোট কর্মী কাজ করবেন। মোট ৫ হাজার ৮৯০ টি ভোট গ্রহণ কেন্দ্র হবে। এর মধ্যে ১১ টি অক্সুলারি ভোট গ্রহণ কেন্দ্র।