Murshidabad Drone ভারত পাকিস্থান যুদ্ধের আবহে ড্রোন নিয়ে হুলুস্থুল মুর্শিদাবাদে। ড্রোন উদ্ধার ঘিরে সারাদিন চলে চাপানউতর। শনিবার মুর্শিদাবাদের নিমতিতায় উদ্ধার হয় একটি ড্রোন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বরজডিহি গ্রামের মাঠে এই ড্রোনটি পড়ে ছিল বলে জানা যায়। সেই ড্রোনটি বাজেয়াপ্ত করে বিএসএফ Border Security Force (BSF) । ড্রোনের মালিককেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে জানা গিয়েছে, যুদ্ধের সঙ্গে এই ড্রোনের কোন সম্পর্কই নেই। এই ড্রোন খুবই সাধারণ মানের।
Murshidabad Drone স্থানীয়রা ড্রোনটি পড়ে থাকতে দেখে সামসেরগঞ্জ Samserganj থানা ও নিমতিতার বিএসএফ ক্যাম্পে খবর দেন গ্রামের মানুষ । সেই ড্রোন উদ্ধার করে নিয়ে যান নিমতিতার ৭১ নম্বর বিএসএফ জওয়ানরা। ড্রোন নিয়ে খোঁজ খবর শুরু করে বিএসএফ। শমসেরগঞ্জ থানাও তদন্তে নামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক যুবক ড্রোনটি অনলাইনে কিনেছিলেন । শনিবার রাতে পরীক্ষা করে দেখছিলেন সেই ড্রোন। কিন্তু সেই ড্রোনের নিয়ন্ত্রণ রাখতে পারেন নি তিনি। সেখান থেকেই ওই ড্রোন পাশের গ্রামের পড়ে যায় বলে ধারণা ।
Murshidabad Drone তবে জানা গিয়েছে, যুদ্ধের সঙ্গে এই ড্রোনের কোন সম্পর্কই নেই।
এই ড্রোন খুবই সাধারণ মানের। বিয়ের ছবি তুলতে অনেকেই এই ড্রোন ব্যবহার করেন। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জানানো হয়েছে, মুর্শিদাবাদ থেকে যে ড্রোন উদ্ধার হয়েছে, তা ফটোগ্রাফাররা ব্যবহার করেন। মূলত ইভেন্টের কাজে ব্যবহৃত হয়। ৪০০ থেকে ৫০০ মিটার রেঞ্জে ১৫-২০ মিনিটের মতো উড়তে পারে। ড্রোনেই ইনবিল্ট ফোর-কে ক্যামেরা রয়েছে। কোনও লোড বহনের ক্ষমতা নেই। আপাতত সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে তা তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।