Murshidabad DM পথশ্রী প্রকল্পে রাস্তায় কাজের মান দেখে নেবেন। কোন কম্প্রোমাইজ হবে না। এস্টিমেট দেখিয়েই রাস্তা তৈরি করতে হবে। মুর্শিদাবাদে কড়া হুঁশিয়ারি জেলাশাসক নীতিন সিংহানিয়ার (Nitin Singhania, IAS) । এদিন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর মোড়ে অনুষ্ঠানের মাধ্যমে জেলায় চতুর্থ পর্যায়ের পথশ্রীর কাজের সূচনা হয়। সেই সভা থেকে রাস্তার কাজে সাধারণ মানুষের নজরদারির আহ্বান জেলাশাসকের। কার্যত ঠিকাদারদেরও হুঁশিয়ারি দিলেন জেলাশাসক।
আরও পড়ুনঃ আগে রাস্তা পড়ে ভোট ! মিছিল সাগরদিঘিতে
Murshidabad DM কী বললেন জেলাশাসক ?
জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেছেন, ” রাস্তাটা কিন্তু আপনাদের। আজকে আমরা দেখছি, আপনাদের পাড়ায় ৬০০ মিটার একটা রাস্তা হচ্ছে। ৩২ লক্ষ টাকা ব্যয় করে। রাস্তাটা আপনাদের। তার কাজের মান দেখে নেবেন। সব থেকে বেস্ট টু বেস্ট হয়। যদি আপনার মনে হচ্ছে যে কাজের মানে কোন ঘাটতি আছে। ইমিডিয়েটলি, আমি বিডিও সাহেব আছেন এখানে। এসডিও সাহেবও আছেন। ওনাকে নির্দেশ দিয়ে যাচ্ছি। কড়া থেকে কড়া ব্যবস্থা নেবে সেই ঠিকাদারের বিরুদ্ধে”।

Murshidabad DM কাজের মান দেখে নেওয়ার কথাও বলেছেন মুর্শিদাবাদের জেলাশাসক। তিনি বলেছেন, ” কাজের মান নিয়ে কোনও কম্প্রোমাইজ হবে না। সব থেকে ভালো যে এস্টিমেট আছে। সেই এস্টিমেট হাতে রেখে আপনারা দেখে নেবেন। এস্টিমেট যেটা আছে। সেইভাবে রাস্তাটা তৈরি হয়েছে কিনা। যদি কেউ দেখাতে না চায়। আপনারা আমাদের বলবেন। আমরা তাঁদের দায়বদ্ধ করবো”।
সভা থেকেই জেলাশসদক রাস্তার কাজে ঘাটতি থাকলে ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এসডিও, বিডিওদের।
সরকারি পরিষেবার ঘাটতি থাকলেও করতে বলেছেন অভিযোগ। এদিন সভাতেই ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। ছিলেন জেলা পরিষদের কো মেন্টর শাওনি সিংহ রায়, বিধায়ক মহম্মদ আলি । একাধিক সরকারি আধিকারিকও উপস্থিত ছিলেন সভায় ।

Murshidabad DM মুর্শিবাদে রাস্তা নিয়ে একাধিক অভিযোগ উঠছিল। তবে নতুন করে পথশ্রীর কাজে আশাবাদী জেলার মানুষ। এদিন নদিয়ার কৃষ্ণনগর থেকে রিমোট টিপে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর থেকে শুরু হল ট্যাবলো যাত্রা। সবুজ পতাকা নেড়ে ট্যাবলোর সূচনা করেন রাজ্য বিদ্যুৎ উৎপাদন নিগমের (পিডিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পিবি সালিম । পিবি সেলিম, মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, প্রশাসনিক কর্তাব্যক্তি, জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা, একাধিক বিধায়ক। মুর্শিদাবাদের প্রায় ৬৫০ টি রাস্তার কাজ হবে পথশ্রীতে। জেলায় কাজ হবে এক হাজার পঞ্চাশ কিলোমিটার রাস্তার। বরাদ্দ হয়েছে ৫৫৪ কোটি টাকা। এই কাজে এবার সাধারণ মানুষের নজরদারির আহ্বান জেলা প্রশাসনের।















