Murshidabad District Name: ‘মুর্শিদাবাদ’ নাম রক্ষায় বহরমপুরে পথে বুদ্ধিজীবীরা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদ জেলা ভাগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিন ভাগে ভাগ হবে মুর্শিদাবাদ জেলা। প্রশাসন সুত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা ভেঙে তৈরি হবে মুর্শিদাবাদ , কান্দি ও জঙ্গীপুরে । নতুন তিন জেলার নাম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । ইতিমধ্যেই জেলা ভাগের পর নতুন জেলায় নামের সাথে মুর্শিদাবাদ যোগ রাখার দাবিতে সরব হয়েছেন শাসক থেকে বিরোধীরা । এবার নতুন জেলায় মুর্শিদাবাদ নাম রাখার দাবিতে পথে নেমে প্রতিবাদে সামিল হল বুদ্ধিজীবীরা । রবিবার নাগরিক প্রতিবাদ সভা শেষে বহরমপুরে পদযাত্রায় শামিল হলেন বুদ্ধিজীবীরা ।
বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হয় পদযাত্রা। এর সাথে ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজের অবলুপ্তি এবং শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ সোচ্চার হন সাংস্কৃতিক কর্মী, পরিবেশকর্মীরা । এদিন সভা থেকে মুর্শিদাবাদ নাম রক্ষার ডাক দেওয়া হয়। জেলা ভাগকে সাধুবাদ জানালেও জেলার নামে মুর্শিদাবাদ থাকুক চাইছেন বুদ্ধিজীবী মহল।