Murshidabad District Divided: জেলা ভাগ নয়, মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল , দাবি গৌরীর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুখ্যমন্ত্রীর জেলাভাগের ঘোষণার পরেই শুরু হয়েছে নাম নিয়ে চর্চা। মুর্শিদাবাদ’এর নাম বাদ দিয়ে নতুন জেলার নামকরণ হলে আন্দোলনের হুমকিও দিচ্ছেন অনেকে। এর মাঝেই মুর্শিদাবাদকে ভাগ না করে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার দাবিতে সরব হলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। মঙ্গলবার মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলেন, “ বাংলা বিহার ওড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের নাম একটি আবেগ। জেলাভাগ করে মুর্শিদাবাদের নাম মুছি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী”। রাজ্যের থেকে এগিয়ে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন তিনি । নিজের সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে গৌরী লেখেন, “মাননীয়া যদি মুর্শিদাবাদ জেলা ভেঙে মুর্শিদাবাদের ইতিহাস ভুলিয়ে দিতে চান,তবে আমি ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিভক্ত মু্র্শিদাবাদ জেলাকে তারা যেন তাদের অধীনে নিয়ে ” মুর্শিদাবাদ ” নামে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে আমাদের অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের হৃত গৌরব আমাদের ফিরিয়ে দেন” ।