নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ কাল শুরু হবে মুর্শিদাবাদ জেলা বইমেলা। সেই মতো প্রস্তুতিও সারা হয়েছে বইমেলা কমিটির পক্ষ থেকে। কিন্তু সেই প্রস্তুতিতে জল ঢেলেছে অকাল বৃষ্টি। বুধবারের পরে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত নাগাড়ে বৃষ্টি হয়েছে কখনও মুষলধারে কখনও হালকা থেকে মাঝারি। তার জেরে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে জল জমেছে কোথাও কোথাও। ভিজে মাঠেই বাঁশ পুতে তৈরি হচ্ছে বইয়ের স্টল। নরম মাটিতে বাঁশ পোঁতার জেরে কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। বহরমপুরের প্রকাশনি সংস্থা শিল্পনগরীর কর্ণধার কল্যাণ কুমার দাস বলেন, “একশো স্কোয়ার ফুট স্টলের জন্য সাড়ে চার হাজার টাকা নেওয়া হয়েছে। আশা করা যায় মজবুত ভাবেই স্টল তৈরি হবে। তবে ভিজে মাটিতে বাঁশ পোতার কারণে কিছু ঘটলে কতৃপক্ষ দায় এড়াবেন কী করে।” উদাহরণ হিসেবে উঠে এসেছে ১৯৯৭ সালের কলকাতা বইমেলায় অগ্নিকান্ডের ঘটনাও। তবে বইমেলা কমিটির পক্ষ থেকে অবশ্য তেমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা বলেছেন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষমতা কমিটির আছে। জেলা গ্রন্থাগার আধিকারিক মনোরঞ্জন রায় বলেন, ” প্রাকৃতিক বিপর্যয়ে তো কিছু করার থাকেনা। বৃষ্টি ছেড়ে গিয়েছে, কাল স্কোয়ার ফিল্ডে মেলাও হবে আগের বছরের মতো।”
পরশু বইমেলা চলছে, কাজ চলছে স্কোয়ার ফিল্ডে। নিজস্ব চিত্র।
জেলা গ্রন্থাগার সূত্রে জানা যায়, আসছে প্রায় ৮০টি বুকস্টল। যার মধ্যে ৬৩ টি স্টলে বসবেন কলকাতার প্রকাশকরা। এছাড়াও থাকছে ইংরাজি সহ বিভিন্ন ধর্মীয় বইয়ের স্টলও। বাংলাদেশ থেকেও আসবেন প্রকাশকরা। সব মিলিয়ে এবারেও জমজমাট বইমেলা হবেই বলে আশাবাদি ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার মনোঞ্জন রায়।