Murshidabad District: মুর্শিদাবাদ নাম নিয়ে মমতাকে কী হুঁশিয়ারি দিলেন অধীর ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের নাম মুছলে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বলেন, ” মুর্শিদাবাদ জেলাকে বাংলার মুখ্যমন্ত্রী তিন টুকরো করে দিতে চাইছেন। যেখানে মুর্শিদাবাদ নামটা থাকবে কিনা আমরা জানি না” । অধীর বলেন , “মুর্শিদাবাদ নামটা মুছে দিলে আমরা আমাদের অতীতকে ভুলে যাবো। অস্তিত্বকে ভুলে যাবো”।

অধীরের প্রশ্ন, “প্রশাসনের জন্য জেলা ভাগে আপত্তি নেই। জেলার নাম পরিবর্তন হবে কেন ? “। সাংসদের দাবি নতুন জেলায় ‘মুর্শিদাবাদ’ নাম থাকুক। তার সাথে উত্তর-দক্ষিণ যোগ হোক। অধীর বলেন, ” মুর্শিদাবাদ জেলা ভাঙতে পারেন। কিন্তু মুর্শিদাবাদ জেলার নামটা, মুর্শিদাবাদ জেলার অস্তিত্বকে মুখ্যমন্ত্রী মুছি দিতে পারেন না। যতোদূর যেতে হয় ততোদূর যাবো। আপনার (মুখ্যমন্ত্রীর) খামখেয়ালিপনার কাছে মুর্শিদাবাদের মানুষ মাথা নীচু করবে না”।
এদিন দুপুরেই জেলা ভাগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপরেই নতুন জেলার নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা, রাজনৈতিক তরজা। নতুন নামের সাথে মুর্শিদাবাদ যুক্ত রাখার দাবি জানিয়েছেন অধীর।