Murshidabad District: ভাঙছে মুর্শিদাবাদ, নতুন জেলা বহরমপুর, কান্দি , ঘোষণা মমতার

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রাজ্যে নতুন ৭ টি জেলা হচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee । সেখানেই তিনি জানান সাতটি নতুন জেলা হবে। নতুন জেলাগুলি হল ১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা South 24 Parganas ) , ২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা North 24 Parganas) ) । ৩) বসিরহাট Basirhaat ( চূড়ান্ত নামকরণ পরে হবে), ৪) রাণাঘাট Ranaghat (নদিয়া Nadia )। ৫) বিষ্ণুপুর (বাঁকুড়া Bankura )। ৬) বহরমপুর Berhampore , ৭) কান্দি Kandi (মুর্শিদাবাদ Murshidabad ) ।
মুর্শিদাবাদ ভেঙে কী তাহলে তিনটি জেলা হবে ? কোন জেলায় থাকবে কোন কোন ব্লক ? সেই প্রশ্নের যদিও স্পষ্ট উত্তর মেলেনি।
৬ মাসের মধ্যে নতুন জেলা তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদ জেলা আছে। বহরমপুর ও জঙ্গিপুর জেলা হবে। সাংবাদিক সম্মেলনেই অবশ্য মুর্শিদাবাদ জেলা, কান্দি জেলা, বহরমপুর জেলা এই তিনটে জেলা হবে বলেই মুখ্যমন্ত্রী জানান ।
(বিস্তারিত আসছে)