এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad District into three parts ৩ ভাগে ভাগ মুর্শিদাবাদ জেলা, বহরমপুর, জঙ্গিপুর আলাদা জেলা । খুশি জেলাবাসী ?

Published on: August 1, 2022
Murshidabad District

Murshidabad District into three parts মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ তিন ভাগে ভাগ হচ্ছে মুর্শিদাবাদ জেলা। দুই নতুন জেলার নাম হবেঃ বহরমপুর, জঙ্গিপুর । এদিন ( ১ আগস্ট ২০২২)  সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee জানান, ৬ মাসের মধ্যে নতুন জেলা তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদ জেলা আছে। বহরমপুর ও জঙ্গিপুর জেলা হবে।

আরও পড়ুনঃ কালীপুজোয় পর্যটন গ্রাম কিরীটেশ্বরীতে দর্শনার্থীদের ঢল

সাংবাদিক সম্মেলনেই অবশ্য মুর্শিদাবাদ জেলা, কান্দি জেলা, বহরমপুর জেলা এই তিনটে জেলা হবে বলেই উল্লেখও করেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee । এই নিয়ে ছড়ায় সংশয়ও । তবে এদিন বিকেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে (https://twitter.com/AITCofficial) পোস্ট করা হয়েছে নতুন জেলা হচ্ছে বহরমপুর ও জঙ্গিপুর। ( https://twitter.com/AITCofficial/status/1554028530865946625?cxt=HHwWgoCykeOtgpErAAAA ) । রাজনৈতিক শিবিরের দাবি, মুর্শিদাবাদ নাম পরিবর্তন হবে না। নতুন দুই জেলা হবে জঙ্গিপুর ও বহরমপুর।

Murshidabad District into three parts কোন জেলায় থাকবে কোন কোন ব্লক ? সেই প্রশ্নের যদিও স্পষ্ট উত্তর মেলেনি।

Murshidabad District into three parts জঙ্গিপুরকে নতুন জেলা ঘোষণা করায় খুশি জঙ্গিপুরের মানুষ। ঘোষণার পরেই উচ্ছাস দেখা যায় তৃণমূল শিবিরে। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানান । জঙ্গিপুর নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলায় আনন্দ, উল্লাস তৃণমূল কর্মীদের মধ্যে।

murshidabd 3

Murshidabad District into three parts বহরমপুর নতুন জেলা হওয়ায় বেশ খুশি শহরের মানুষ তবে উঠছে নানান প্রশ্ন। মানুষের মনে জন্মেছে বহু কৌতূহল । বহরমপুর জেলার ভৌগোলিক অবস্থান কী হবে? এই জেলার মধ্যে কোন কোন এলাকা অন্তর্ভুক্ত হবে? শুধু কী পৌরসভায় এলাকা নাকি এর মধ্যে অন্যান্য বিধানসভা এলাকাও যুক্ত হবে? প্রশাসনিক কাজকর্মই বা কীভাবে হবে? নানান প্রশ্ন ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে আমজনতার মনে। নতুন জেলার ঘোষণার পরেও কার্যকারিতা নিয়েও থাকছে সংশয়। অনেকেই আবার মনে করছেন মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন চিন্তাভাবনা করেই হয়তো করেছেন।

মুর্শিদাবাদ জেলার মহকুমার তালিকাঃ বহরমপুর, লালবাগ, জঙ্গিপুর, ডোমকল, কান্দি

মুর্শিদাবাদ জেলার মহকুমা ভিত্তিক ব্লকের নাম ও  বিডিওদের ফোন নম্বর 

জঙ্গিপুর মহকুমা

ব্লকবিডিওর ফোন নম্বর
ফারাক্কা9434770026
রঘুনাথগঞ্জ-I9434770049
রঘুনাথগঞ্জ-II9434770050
সাগরদিঘি9434770027
সামশেরগঞ্জ9434770017
সুতিঃ-I9434770051
সুতিঃ-II9434770052

সদর মহকুমা ( বহরমপুর) 

ব্লকবিডিওর ফোন নম্বর
বেলডাঙা-I9434770029
বেলডাঙা-II9434770030
বহরমপুর9434770028
হরিҳараপাড়া9434770031
নওদা9434770032

কান্দি মহকুমা

ব্লকবিডিওর ফোন নম্বর
ভরতপুর-I9434770047
ভরতপুর-II9434770048
বুরবান9434770046
কাঁদি9434770043
খরগ্রাম9434770045

লালবাগ মহকুমা

ব্লকবিডিওর ফোন নম্বর
ভগবানগোলা-I9434770039
ভগবানগোলা-II9434770040
লালগোলা9434770041
মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ9434770038
নবগ্রাম9434770042

ডোমকল মহকুমা

ব্লকবিডিওর ফোন নম্বর
ডোমকল9434770034
জলঙ্গি9434770037
রানীনগর-I9434770035
রানীনগর-II9434770036

Murshidabad District into three parts মুর্শিদাবাদ জেলা ভাগ- লেটেস্ট আপডেট

আপডেটঃ যদিও ২০২৫ সালের ডিসেম্বর মাস অনুযায়ী মুর্শিদাবাদ জেলাকে ৩ ভাগ ভাগ করা হয় নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now