এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad DIG: মুর্শিদাবাদ রেঞ্জের নতুন DIG সৈয়দ ওয়াকার রাজা

Published on: April 16, 2024
DIG Murshidabad

Murshidabad DIG লোকসভার আগে মুর্শিদাবাদ রেঞ্জের নতুন DIG হলেন সৈয়দ ওয়াকার রাজা। ২০০৭ সালের IPS ব্যাচের তিনি। এর আগে কলকাতা ক্রাইম ব্রাঞ্চে জয়েন্ট কমিশনারের পদে কর্মরত ছিলেন। এবার নতুন দায়িত্ব দেওয়া হল। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বদল করা হয় মুকেশ কুমারকে। তারপর মঙ্গলবার রাজ্যের প্রস্তাব মেনেই এই নিয়োগ, জানাল কমিশন।

ভোটের আগে আবারও মুর্শিদাবাদের DIG বদল ঘিরে শুরু রাজনৈতিক তরজাও । সোমবার মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে  নির্বাচন কমিশন। ভোটের সঙ্গে যোগ নেই এমন পদে বদলি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ২০১৯ সালে মুর্শিদাবাদের এসপি হিসাবে যোগ দেন মুকেশ কুমার। পরবর্তী কালে তাঁকে মুর্শিদাবাদ এবং নদিয়া রেঞ্জের ডিআইজি করা হয়। সোমবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় আলিপুরদুয়ারের সভা থেকে বলেন। বিজেপির কথায় DIG মুকেশ কুমারকে বদলি করা হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী DIG মুকেশ কুমারের উদেশ্যে বলেন। জেলার বহু ছেলেদের মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য। একমাত্র দায়ী  মুকেশ কুমার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now