Murshidabad Development সামনেই উৎসব। লম্বা ছুটি সব সরকারি দপ্তরে। তার আগে আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে টার্গেট বাঁধতে মুর্শিদাবাদে হয়ে গেল প্রশাসনিক সভা। মঙ্গলবার বহরমপুরে জেলা পরিষদের Murshidabad Zila Parishad অডিটোরিয়ামে সভায় ছিলেন বিদ্যুৎপ্রতিমন্ত্রী আখরুজ্জামান Janab Akhruzzaman, Minister of State, সাংসদ আবু তাহের খান Abu Taher Khan , জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ জেলার বিধায়করা। ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র Shri Rajarshi Mitra, IAS । সভায় ডাকা হয়েছিল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধানদের। ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা। লক্ষীর ভান্ডার থেকে কন্যাশ্রী, পেনশন প্রকল্প থেকে বিভিন্ন ভাতা দেওয়ার কাজ কীভাবে এগোচ্ছে তা আলোচনায় উঠে এসেছে এদিন।
Murshidabad Meeting আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পে জেলায় কীভাবে কাজ হবে তা নিয়েও আলোচনা করেন আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা। বেশকিছু সরকারি প্রকল্পে বেঁধে দেওয়া হয় টার্গেট । মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে কোথায় কী কী খামতি রয়েছে, আগামী দিনে কোন কোন ইস্যুকে প্রাধান্য দেওয়া হবে সেসব খুঁটিনাটি সেসব বিষয় নিয়ে আলোচনা হয়।