Murshidabad Dengu: ফের ডেঙ্গির প্রকোপ হরিহরপাড়ায় , জ্বর থাকলেই চিকিৎসা

Published By: Madhyabanga News | Published On:

মামিনুল ইসলামঃ ফের ডেঙ্গির প্রকোপ দেখা দিতে শুরু হয়েছে হরিহরপাড়া ব্লকে । এর আগে প্রায় ২৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। তাঁরা সকলে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন । সম্প্রতি আরও বেশ কয়েক জনের শরীরে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে । তার মধ্যে অনেকেই পরিযায়ী শ্রমিক বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর । জানা গিয়েছে সপ্তাহ খানেক ধরে বিশাখাপত্তম এর বিজয় গড়া এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন হরিহরপাড়ার পিরতলা এলাকার বাসিন্দা মোশারফ শেখ । সেখান থেকেই ডেঙ্গু পজেটিভ নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি । বর্তমানে তিনি হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। এর পাশাপাশি ডুবো পাড়া এলাকার শ্রীদেব মন্ডল নামে ১ যুবক জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু পজেটিভ তাকেও মঙ্গলবার সন্ধ্যায় তাকেও ভর্তি করানো হয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

ব্লক স্বাস্থ্য আধিকারিক মহম্মদ শাফির দাবি ডেঙ্গি আক্রান্তদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক। বর্তমানে চারজন ডেঙ্গি আক্রান্ত রয়েছে তাঁর মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকি দুজনের চিকিৎসা চলছে বাড়িতেই। পরিযায়ী শ্রমিকদের খোঁজখবর রাখতে বলা হয়েছে আশাকর্মীদে । কারো জ্বর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানোর অনুরোধ করা হয়েছে স্থানীয়দের।