এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Cyber Crime Police সাইবার ক্রাইম রুখতে কড়া অভিযান, দু মাসে উদ্ধার কত টাকা?

Published on: August 8, 2025
Murshidabad Cyber Crime Police

Murshidabad Cyber Crime Police মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে নেওয়া হল বিশেষ উদ্যোগ। সাইবার প্রাতারনায় খোয়ানো লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল প্রতারিতদের হাতে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে চেক তুলে দিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ।  সাইবার ক্রাইম পুলিশ সূত্রে জানা গেছে,  গত দু মাসে অর্থাৎ জুন ও জুলাই মাসে মোট ৪৪ জনের প্রায় চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

Murshidabad Cyber Crime Police   মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ এদিন  সাংবাদিক বৈঠকে  জানান, সাইবার ক্রাইমে এফআইআর নিয়মিত ভিত্তিতে হচ্ছে। পুলিশ কর্মী যার টেকনিক্যাল জ্ঞ্যান খুব ভালো সাইবার ক্রাইমে আলাদা করে যুক্ত করা হচ্ছে। খুব শক্তিশালী টিম সাইবার ক্রাইমে  গঠিত হয়েছে। গত দুমাসে ৩৪ টা এফআইআর দায়ের হয়েছে। মূল মাথা যে ছিল তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। ঝাড়খণ্ড, বীরভূম, বর্ধমান থেকেও গ্রেফতার করা হয়েছে। মূল মাথারা মেন টার্গেট।পুলিশ সুপার আরও জানান, যে পোর্টাল আছে যেখানে সাইবার অভিযোগ করা হয়, ওখান থেকে তথ্য পাওয়া যাচ্ছে। কোন এলাকায় বেশী সাইবার ক্রাইম হচ্ছে, CRP Portal এ সব জানা যাচ্ছে। কোন নির্দিষ্ট এলাকা, কোন নির্দিষ্ট পাড়া থেকে বেশী অভিযোগ হচ্ছে সবটাই পরিষ্কার ভাবে জানা যাচ্ছে। আগস্ট মাসের মধ্যে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে ১ কোটি হবে, সেই বিষয়ে অত্যন্ত আশাবাদী।

Murshidabad Cyber Crime Police  এদিন সাইবার প্রতারনায় প্রতারিতরা টাকা ফিরে পেয়ে স্বস্তি পান। অনেকেই  আবার সমস্যা থেকে দ্রুত নিষ্পত্তির দাবিও জানান। এদিন জেলাবাসীর উদ্দ্যেশ্যে জেলা পুলিশ সুপার সচেতনতার বার্তাও দেন।  বলেন, ‘ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কারেন্টের বিল পেমেন্ট সংক্রান্ত কোন ক্ষেত্রে, কোন সাইবার লিংকে,  ফোনের উপর কারও সাথে কোন যোগাযোগ করার দরকার নেই। লিঙ্কে ক্লিক করলেই আপনারাই অসুবিধায় পড়বেন। যে কোন অভিযোগ হলে দ্রুত লোকাল সাইবার থানায় জানান। এক ঘণ্টার মধ্যে যদি জানানো যায় তাহলে নব্বই শতাংশ সুযোগ থাকে টাকা ব্লক করে দেওয়ার। ব্যাঙ্কগুলিকেও বলা আছে।  সাইবার ফ্রড কল নিয়েও সজাগ এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় মুর্শিদাবাদ পুলিশের তরফে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now