এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Covid update: বহরমপুরে নিয়ে হাসপাতালে ভর্তি ১ ! Berhampore Covid Hospital

Published on: July 21, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ করোনার তৃতীয় ঢেউ সামলে ওঠার পর চতুর্থ ঢেউ নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে চিন্তা । মুর্শিদাবাদে বহরমপুরে কোভিড আক্রান্ত এক রোগীই হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও মুর্শিদাবাদ জেলায় এখনো করোনা নিয়ে চিন্তার কোন কারন নেই বলেই জানাচ্ছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর এমএসভিপি ডা: এ কে বেরা । বৃহস্পতিবার তিনি জানান, বর্তমানে একজন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন হাসপাতালে । যদিও তার উপসর্গ একেবারেই মৃদু। করোনা নিয়ে কোন বিভ্রান্তি তৈরি না করে সচেতন হওয়ার আবেদন করেছেন ডাঃ বেরা। এখনই হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর কোন প্রয়োজনীয়তা নেই বলেই জানান তিনি। ডাঃ বেরা আরও বলেন, বহরমপুরে করোনা হাসপাতালে ২১০ টি করোনা বেড প্রস্তুত আছে। আরো ৯০ টা বেড যেকোন সময় ব্যবইহার করা যাবে। মোট ৩০০ বেডের ব্যবস্থা আছে কোভিড হাসপাতালে। পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেও শিশু ওয়ার্ডে ১৫ টি বেড এবং মাতৃ মা এ ৫ টি বেড সহ আইসলেশন ওয়ার্ড তৈরি আছে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একজনই রোগী ভর্তি রয়েছেন কোভিড ওয়ার্ডে। ওই রোগীর অন্য চিকিৎসা চলছিল । সেই সময় কোভিড ধরা পড়ে। সেখানেই কোভিড ধরা পড়ায় আইসোলেট করা রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই বছর কোভিডের সে রকম মারাত্মক ছবি চোখে পড়ছে না। আতঙ্কিত না হলে সকলকে সতর্ক থাকাতে অনুরোধ করছেন চিকিৎসকরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now