Murshidabad লাগাতার তল্লাশি, কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র?

Published By: Imagine Desk | Published On:

Murshidabad রাণীনগর, হরিহরপাড়া থেকে সাগরপাড়া- একের পর এক জায়গা থেকে উদ্ধার বিপুল পরিমাণ  আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদ জেলা জুড়ে লাগাতার চলছে অভিযান। উদ্ধার হচ্ছে পিস্তল, গুলি। গ্রেফতার হচ্ছে একাধিক।  রাণীনগরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক যুবককে। সাগরপাড়ার ফকিরাবাদ ব্রিজ মোড় থেকে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। অন্যদিকে হরিহরপাড়ায় হেফাজতে থাকা দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।

Murshidabad মঙ্গলবার রাতে রাণীনগরের মোহনগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় ঘোড়াঘুরির সময় আটক করা হয় বাপ্পা মণ্ডল নামে এক যুবককে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। ধৃত যুবক ঐ এলাকারই বাসিন্দা। বুধবার ধৃতকে ৭ দিনের হেফাজতে চেয়ে কোর্টে পাঠানো হয়।

রানীনগরে ধৃত

 

 

 

 

 

 

Murshidabad অন্যদিকে গত শনিবার রাতে হরিহরপাড়ার কেবলরামপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হওয়া এক যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে মঙ্গলবার বিকেলে তাঁর বাড়ির পাশের জঙ্গল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

হরিহরপাড়ায় ধৃত এক

 

Murshidabad সাগরপাড়ার ফকিরাবাদ ব্রিজ মোড় এলাকায় রাতের অন্ধকারে ঘোরাঘুরির সময় গ্রেপ্তার করা হয় তিনজনকে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুরাউন্ড গুলি। ধৃতরা ডাকাতির উদেশ্যে এসেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

সাগরপাড়ায় ধৃত তিন