Murshidabad সোমবার মুর্শিদাবাদের নানান প্রান্তে পথে প্রতিবাদে সরব কংগ্রেস। এদিন দুপুরে বহরমপুরে বিক্ষোভ মিছিল করল মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। যুবদের সাথে মিছিলে পা মেলান অন্যান্য কংগ্রেস নেতা, কর্মীরা। মিছিলের শুরুতেই জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ তহিদুর রহমান ( সুমন) বলেন- ‘যাদের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস দল করি সেই নেতাকে অপমান অপদস্ত করা মানে তৃণমূল ভেবেছে হয়তো যে তাঁকে আমরা হেনস্থা করব আর যুব কংগ্রেস কর্মীরা বসে থাকবে, এটা কখনোই হতে পারে না।’ কংগ্রেসের অভিযোগ, গত ২৬ শে জুলাই, ইসলামপুরের হেরামপুর অঞ্চলে কংগ্রেসের সভায় যাওয়ার সময় গোয়াসে প্রাক্তন সাংসদ তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর কনভয়ের সামনে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এই ইস্যুকে সামনে রেখে এদিনের প্রতিবাদ মিছিল শহর বহরমপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
Murshidabad বহরমপুরের পাশাপাশি হরিহরপাড়াতেও প্রতিবাদ মিছিল হরিহরপাড়া ব্লক কংগ্রেসের তরফে। হরিহরপাড়া পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতি জুলফিকর আলী খান জানান, অধীর চৌধুরীকে রানীনগরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার প্রতিবাদে এবং বাংলাভাষীদের বাংলার বাইরে গেলে যে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ এই মিছিল।