Murshidabad Congress মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের সভাপতি হলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী MANOJ CHAKRABORTY । বুধবার রাজ্যে কংগ্রেসের পদাধিকারী এবং জেলা সভাপতিদের নামের তালিকা প্রকাশিত হয়। জানানো হয়, জেলা কংগ্রেসের সভাপতি হচ্ছেন মনোজ চক্রবর্তী ।এর আগে জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন আবু হেনা Abu Hena । সম্প্রতি প্রয়াত হন আবু হেনা।
২০০৬ সালের নির্বাচনে অধীর চৌধুরী সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে ভোটে জেতেন মনোজ চক্রবর্তী। সেবার তৃতীয় স্থানে ঠেলে দিয়েছিলেন কংগ্রেসের মায়ারানী পালকে। ২০১১ এবং ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে ভোটে জেতেন মনোজ চক্রবর্তী। ২০১১ সালে মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রী সভাতেও স্থান পান। যদিও ২০১২ সালের সেপ্টেম্বরে মন্ত্রী সভা ছাড়ে কংগ্রেস। ২০২১ এর নির্বাচনে বিজেপির সুব্রত মৈত্রের কাছে হেরে যান মনোজ চক্রবর্তী।