Murshidabad Congress সভাধিপতি অনুপস্থিত, ধর্নায় কংগ্রেস। মুর্শিদাবাদ জেলা পরিষদে গনডেপুটেশন ঘিরে উত্তেজনা

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Congress  মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির ঘরের সামনে বিক্ষোভ কংগ্রেস নেতৃত্বের। বৃহস্পতিবার জেলা পরিষদে দুর্নীতি, স্বজনপোষণ সহ একাধিক অভিযোগ ও দাবিতে জেলা পরিষদ অভিযানের ডাক দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সেই মতো ডেপুটেশনের সময় নেওয়া হয়েছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচী মেনেই ডেপুটেশন দিতে যাওয়া হয়। কিন্তু ছিলেন না সভাধিপতি। সভাধিপতি না থাকায় ডেপুটেশনের কপি অন্য কারও হাতে দিতে বলা হয়। তখনই প্রতিবাদে সভাধিপতির ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস নেতৃত্ব। সভাধিপতির ঘরের সামনেই বসে থাকেন কংগ্রেস নেতা, কর্মী, জেলা পরিষদের বিরোধী দলনেতা, সদস্যরা।  দেওয়া হয় সভাধিপতির বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগানও। জেলা পরিষদ সদস্য মহম্মদ তহিদুর রহমান বলেন, ” ডিসেম্বর মাসের ১২ তারিখ জেলা কংগ্রেসের পক্ষ থেকে সভাধিপতির কাছে চিঠি দেওয়া হয়, সেই চিঠি গ্রহণও করেন তিনি। আশ্বাস দিয়েছিলেন ডেপুটেশন গ্রহণ করবেন। কিন্তু এদিন তিনি অনুপস্থিত। পুলিশ প্রশাসনের কাছে জানতে পারি অন্য কোন আধিকারিক। প্রতিবাদে অবস্থান হয়। ডেপুটেশন গ্রহণ না করলে আন্দোলন আলাদা মাত্রা নেবে।”

Murshidabad Congress পরিস্থিতি সামাল দিতে এদিন বহরমপুর থানার আইসি, উচ্চ পদস্থ পুলিশ কর্তারা হাজির হন। প্রশাসনিক কর্তারাও আসেন। দীর্ঘক্ষণ ধরে চলে দুপক্ষের মধ্যে কথাবার্তা। যদিও সমস্যা মেটে না। সভাধিপতি অনুপস্থিত থাকায় ডেপুটেশন জমা না দিয়েই জেলা পরিষদের ভবনের বাইরে বেড়িয়ে আসেন ক্ষুব্ধ কংগ্রেস নেতা, কর্মীরা। জেলা পরিষদের বাইরে কংগ্রেসের সভা মঞ্চের সামনেই প্রতিবাদ ক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের।

Murshidabad Congress দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগে এবং একাধিক দাবিতে মুর্শিদাবাদ জেলা পরিষদ অভিযান এদিন কংগ্রেসের। বৃহস্পতিবার বেলা গড়াতেই সভায় যোগ দেন জেলার কংগ্রেস নেতা কর্মীরা। পঞ্চাননতলা এলাকায় জেলা পরিষদ ভবনের সামনেই তৈরি হয় মঞ্চ । সেখানেই সভার নেতৃত্ব দেন বহরমপুরের প্রাক্তন সাংসদ, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী