Murshidabad Congress কয়েক মাস পরেই রাজ্যে ২৬ এর বিধানসভা নির্বাচন । নির্বাচনকে সামনে রেখেই এবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে সাংগঠনিক রদবদল! বদল বহরমপুর মহকুমা কংগ্রেসে। এতদিন বহরমপুর মহকুমা কংগ্রেসের সভাপতির পদে ছিলেন শিলাদিত্য হালদার, মুর্শিদাবাদ জেলার সহ সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি । বহরমপুর মহকুমা কংগ্রেসের সভাপতির দায়িত্বে এবার শিলাদিত্য হালদারের পদে আনা হল মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল লাহিল কাফিকে। শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে আনুষ্ঠানিকভাবে বহরমপুর মহকুমা সভাপতির হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী, জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস।
আরও পড়ুন- Berhampore বইমেলায় নাম বাদ বিধায়কের! তুঙ্গে তৃনমূল বনাম বিজেপি তরজা

Murshidabad Congress কেন রদবদল? কী জানিয়েছেন জেলা কংগ্রেস মুখপাত্র?
Murshidabad Congress মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানান, ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তাদের নিজস্ব রণনীতি। কিছু সাংগঠনিক রদবদল হচ্ছে। আজ জেলা কংগ্রেস ভবনে মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল লাহিল কাফি তাঁর হাতে বহরমপুর মহকুমার সভাপতির দায়িত্ব দেওয়া হল। তিনি আরও জানান, শিলাদিত্য হালদার এতদিন বহরমপুর মহকুমা সভাপতির দায়িত্ব সামলেছিলেন। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলা সহ সভাপতির দায়িত্ব সামলেছিলেন। আজকে শিলাদিত্য হালদারের স্থানাভিশিক্ত হল শুধুমাত্র বহরমপুর মহকুমা সভাপতি, যেটা আব্দুল লাহিল কাফির হাতে দেওয়া হল।

Murshidabad Congress বহরমপুর মহকুমা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়ে কী বললেন আব্দুল লাহিল কাফি?
Murshidabad Congress জেলা পরিষদের বিরোধী দলনেতা থেকে এবার বহরমপুর মহকুমা কংগ্রেসের সভাপতি হলেন আব্দুল লাহিল কাফি। দায়িত্ব নেওয়ার পর কী বললেন তিনি? আব্দুল লাহিল কাফি জানান, একজন সাধারন কর্মী থেকে ভাবতা ১ নম্বর অঞ্চল কংগ্রেসের সভাপতি, বেলডাঙা উত্তরের সভাপতি, জেলা পরিষদের সদস্য আমাকে জাতীয় কংগ্রেস করেছে। যখন যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব সফলভাবে পালন করেছি। এই দায়িত্ব সফলভাবে পালন করার চেষ্টা করব।









