এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Community Conclave 2025 জেলার শিল্পীদের শিল্পের সম্ভার মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভে

Published on: September 20, 2025
Murshidabad Community Conclave 2025

Murshidabad Community Conclave 2025  ইতিহাসে সমৃদ্ধ এক জেলা, মুর্শিদাবাদ। যে জেলা আরও একবার নতুনভাবে আলোচনায় এল “মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ”এর মঞ্চে। জেলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে এক সুতোয় গেঁথে উপস্থাপিত হল এক ব্যতিক্রমী আয়োজন। কনক্লেভ শুধু প্রদর্শনীর জায়গা নয়, বরং হয়ে উঠেছিল শিল্পী, উদ্যোক্তা ও স্বনির্ভর দলগুলির মেলবন্ধনের কেন্দ্র।  রানিনগর থেকে খড়গ্রাম -জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা তাঁদের শিল্পের সম্ভার নিয়ে হাজির হয়েছিলেন। কারও হাতে মাটির তৈরি পুতুল, সেরামিকের সামগ্রী, কারও স্টলে পাটের ঘর সাজানোর সামগ্রী, সুন্দর সুন্দর গয়না। কেউ আবার রেশম সুতোয় বোনেন সৃষ্টির গল্প।  প্রতিটি শিল্পকর্ম যেন নতুন করে মনে করিয়ে দিল মুর্শিদাবাদের ঐতিহ্যের গভীর শিকড়।

Murshidabad Community Conclave 2025  বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল জেলার স্বনির্ভর দলের মহিলাদের অংশগ্রহণ। তাঁরা কেবল হাতে তৈরি সামগ্রী নয়, তাঁদের দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়েও উপস্থিত হয়েছিলেন। হাতে তৈরি গয়না, পাটের ব্যাগ, কাঁথা স্টিচের শাড়ি, ওড়না, পোশাক-আশাক কিংবা দৈনন্দিন ব্যবহার্য জিনিস,সব কিছুতেই ঝলসে উঠল তাঁদের শ্রম ও সৃজনশীলতা। এই কনক্লেভ তাঁদের সকলকে দিল এক বিরল প্ল্যাটফর্ম, যেখানে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হল, তৈরি হল বিক্রয় ও পরিচিতির সুযোগ। শিল্প-সংস্কৃতির পাশাপাশি আলোচনায় উঠে এল জেলার উন্নয়ন, পর্যটন, শিক্ষা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। জেলার ইতিহাস যেমন গৌরবের, তেমনই বর্তমান ও ভবিষ্যতের দিকনির্দেশ খুঁজে পেল এই মঞ্চে। সব মিলিয়ে মুর্শিদাবাদ কমিউনিটি কনক্লেভ হয়ে উঠল জেলার গর্বের আঙিনা। যেখানে ঐতিহ্যের সঙ্গে যুক্ত হল নতুন স্বপ্ন, আর শিল্প ও সংস্কৃতি পেল নতুন করে বাঁচার আলো।  শিল্পীদের সম্ভার, স্বনির্ভর দলের মহিলাদের আত্মবিশ্বাস, আর মুর্শিদাবাদের গৌরবময় ইতিহাসের নতুন রূপ দেখাল আগামী দিনের স্বপ্ন।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now