Murshidabad College দফায় দফায় অনলাইনে ভর্তি প্রক্রিয়ার পরেও মুর্শিদাবাদ জেলায় কল্যাণী বিশ্ববিদ্যালয়য়ের অধীনে কলেজগুলিতে প্রথম বর্ষে ভর্তি মাত্র ৩০ শতাংশ। মুর্শিদাবাদে স্নাস্তক স্তরের পড়াশোনার জন্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে জন্য ডিগ্রি কলেজ রয়েছে ২৩ টি । এখানে প্রথম বর্ষে মোট আসন ৬১,২৫১ টি। এর মধ্যে ভর্তি হয়েছেন ১৮,৮৮২ জন। ফাঁকা আসন ৪২,৩৬৯ টি। অর্থাৎ মোট আসনের ৬৯ % শতাংশই ফাঁকা । মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে মোট আসন ৩১১৪টি। তার মধ্যে ভর্তি হয়েছে ৪০ শতাংশের বেশি আসনে। ভর্তির সংখ্যা প্রায় ১৪০০। অর্থাৎ ফাঁকা প্রায় ৬০ শতাংশ আসন । যদিও এই তথ্য জানাই নেই শাসক ছাত্র নেতা । খবরই নেই তাঁর কাছে ! বলছেন, তথ্যই ভুল! কী দাবি করলেন তৃনমূল ছাত্র পরিষদের মুর্শিদাবাদ জেলা সভাপতি নাজমুল মিঞা সানসাইন?
আরও পড়ুনঃ College Admission হাতেগোণা পড়ুয়া নিয়ে ক্লাস চলছে কলেজে! চিন্তায় শিক্ষামহল
Murshidabad College আসন ফাঁকা ! কী বলছে TMCP ?
Murshidabad College সোমবার টিএমসিপি জেলা সভাপতি নাজমুল মিঞা শানসাইন বলেছেন, ” কিছু সংখ্যায় সিট ফাঁকা আছে। কারণ এই বছর ভর্তি প্রক্রিয়া শুরু হতে দেরী হয়েছিল। ভর্তি প্রক্রিয়া বানচাল করার চেষ্টা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করেছেন”। তাঁর দাবি, ” যারা বলেছে এখনও ৭০ শতাংশ সিট ফাঁকা আছে। আমরা আবার পোর্টাল খোলার আবেদন জানিয়েছি। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল তাঁরা আবার ফিরে আসতে চাইছে।” তাঁর দাবি তিনি নিজে প্রায় ৫০-৬০ জোন ছাত্রছাত্রীর ফোন পেয়েছেন। বিরোধীরা কুৎসা করছে।
Murshidabad College যদিও নীচের তালিকা থেকেই পরিষ্কার কতো আসন ফাঁকা:
| ক্রমিক | কলেজের নাম | মোট আসন | ভর্তি | শূন্য আসন | কতো শতাংশ ফাঁকা |
| ১ | জলঙ্গী মহাবিদ্যালয় | ২১৮৯ | ১৮৩ | ২০০৬ | ৯১ |
| ২ | ডোমকল গার্লস কলেজ | ২৯৩০ | ৩১৯ | ২৬১১ | ৮৯ |
| ৩ | পাঁচথুপী হরিপদ গৌরীবালা কলেজ | ১০৮৫ | ১১৯ | ৯৬৬ | ৮৯ |
| ৪ | জিয়াগঞ্জ রানী ধন্যা কুমারী কলেজ | ৩১৯৯ | ৩৬০ | ২৮৩৯ | ৮৮ |
| ৫ | সালার কলেজ | ১৮০০ | ৩০০ | ১৫০০ | ৮৩ |
| ৬ | কান্দি রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ অফ কমার্স | ১৫৬৬ | ২৮৬ | ১২৮০ | ৮১ |
| ৭ | মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়, ইসলামপুর | ৩২৪৪ | ৬৮৮ | ২৫৫৬ | ৭৮ |
| ৮ | হরিহরপাড়া হাজী এ কে খান কলেজ | ১৫০৮ | ৩৬০ | ১১৪৮ | ৭৬ |
| ৯ | বেলডাঙার সেওনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ | ৫৮৪৪ | ১৪৫০ | ৪৩৯৪ | ৭৫ |
| ১০ | ডোমকল কলেজ | ২২৯৯ | ৫৮৬ | ১৭১৩ | ৭৪ |
| ১১ | ধুলিয়ান নুর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয় | ৩০৩৪ | ৮৯৬ | ২১৩৮ | ৭০ |
| ১২ | সাগরদীঘি কামদা কিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয় | ১০৭৮ | ৩২২ | ৭৫৬ | ৭০ |
| ১৩ | লালগোলা কলেজ | ২৫০০ | ৭৯০ | ১৭১০ | ৬৮ |
| ১৪ | আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় | ১৫০০ | ৪৭৫ | ১০২৫ | ৬৮ |
| ১৫ | কান্দি রাজ কলেজ | ২৫০০ | ৮০০ | ১৭০০ | ৬৮ |
| ১৬ | নগর কলেজ | ১৭০০ | ৬০০ | ১১০০ | ৬৪ |
| ১৭ | বহরমপুর কলেজ | ৬২৩৫ | ২৩৯২ | ৩৮৪৩ | ৬১ |
| ১৮ | নবগ্রাম কলেজ | ১০০০ | ৪০০ | ৬০০ | ৬০ |
| ১৯ | জিয়াগঞ্জ শ্রীপৎ সিংহ কলেজ | ৫৬০০ | ২২৬১ | ৩৩৩৯ | ৫৯ |
| ২০ | জঙ্গিপুর কলেজ | ৬০০০ | ২৯০০ | ৩১০০ | ৫১ |
| ২১ | ফরাক্কা প্রফেসার সৈয়দ নুরুল হাসান কলেজ | ১৬০০ | ৭৯৫ | ৮০৫ | ৫০ |
| ২২ | মুর্শিদাবাদ সুভাষ চন্দ্র বোস কলেজ | ১৩০০ | ৬৫০ | ৬৫০ | ৫০ |
| ২৩ | বহরমপুর গার্লস কলেজ | ১৫৪০ | ৯৫০ | ৫৯০ | ৩৮ |
| মোট আসন | ৬১২৫১ | ১৮৮৮২ | ৪২৩৬৯ | ৬৯ |
Murshidabad College মুর্শিদাবাদ জেলায় স্নাতক স্তরের পড়াশোনার জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট কলেজ আছে ২৩ টি। কেন্দ্রীয় পোর্টাল, কলেজের নিজস্ব পোর্টালে ভর্তির দিনক্ষণ বাড়লেও ভর্তি সংখ্যা বাড়ল কই? শাসক সরকারের বিরোধিতায় সরব বিরোধী ছাত্র সংগঠনগুলি। রাজ্যের শাসক সরকারকেই কাঠগড়ায় তুলছে এসএফআই। এসএফআই জেলা সম্পাদক প্রীতম রুজ বলেছেন, ” রাজ্যে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। অনেক পড়ুয়া উচ্চমাধ্যমিকের পরেই পরিযায়ী শ্রমিক হয়ে গিয়েছে। কলেজ বন্ধ করে দিয়ে তৃণমূল সবটাকেই বেসরকারি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কলেজ পাশের পর কর্মসংস্থানের কোনোও রাস্তা নেই। তাই কলেজ ছাত্রশূন্য”।

Murshidabad College কলেজ থেকে মুখ ফেরাচ্ছে শিক্ষার্থীরা। মুর্শিদাবাদ জেলায় বেহাল দশা উচ্চ শিক্ষার। কেন এই প্রবণতা বাড়ছে? কোথায় গলদ? প্রশ্ন তুলেছেন এসআইওর জেলা সভাপতি জয়নাল আবেদিন। এদিন বহরমপুরে তিনি বলেছেন, ” নিয়োগ হচ্ছে না। তাই কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে না। ২০১৬ সালে এসএসসি হয়েছে তারপত আবার ২০২৫ সালে পরীক্ষা হয়েছে। সরকারের দুর্নীতির কারণে পড়ুয়ারা শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে”।
Murshidabad College প্রশ্ন উঠছে, পড়ুয়ারা কি কারিগরি শিক্ষার দিকে ঝুঁকছে ? মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অর্থাৎ টেক্সটাইল কলেজে স্নাতক স্তরে মোট আসন সংখ্যা ১৮২। এমসিইটি বা মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি কলেজে আসন সংখ্যা ২৪০, এই কলেজের বিবিএ-বিসিএ বিভাগে আসন সংখ্যা ১২০, ডোমকল ইন্সটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি কলেজে আসন সংখ্যা ৩০০, গীতারাম ইন্সটিউট অফ ম্যানেজমেন্টে আসন সংখ্যা ১৬০, ডোমকলের বসন্তপুরে কলেজ অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে আসন সংখ্যা ১২০, বহরমপুর কলেজ অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে আসন সংখ্যা ৯০, জঙ্গিপুরের জাকির হোসেন ইন্সটিটউট অফ ফার্মাসিতে আসন সংখ্যা ৬০, তারিফা মেমরিয়াল ইন্সটিউট অফ ফার্মাসিতেও মাত্র ৬০ জন ভর্তি হতে পারেন।
Murshidabad College মুর্শিদাবাদে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট পড়তে পারেন প্রায় ১৩০০ অন পড়ুয়া। বহরমপুরে আইটিআই কলেজে বহরমপুর আইটিআই -এ মোট আসন সংখ্যা ৩১৬, সেখানে ভর্তি হয়েছেন ২৬৬ জন। মুর্শিদাবাদের সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ মুর্শিদাবাদ ইন্সটিটিউট অফ টেকনলজির সব আসনে যদিও পড়ুয়ারা ভর্তি হয়েছেন। মুর্শিদাবাদে মোট ৩ টি সরকারি পলিটেকনিক কলেজ এবং ১০ টি বেসকারি পলিটেকনিক কলেজ আছে। সেখানেও সিট সংখ্যা সীমিত। পড়াশোনার খরচও চমকে ওঠার মতো। তাই স্নাস্তক স্তরের পড়ুয়ারা সব ইঞ্জিয়ারিং কলেজে চলে যাচ্ছেন এই কথার বাস্তব ভিত্তি নেই বলেই মনে করছেন শিক্ষার সঙ্গে যুক্তরা।
Murshidabad College ভর্তি নিয়ে আলোচনায় বেসকারি কলেজগুলির কথা বলা হলেও সেখানে সিট সংখ্যা অত্যন্ত কম। ২০২৫ সালে মুর্শিদাবাদ জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ হাজার ১৮৭ জন। পরীক্ষায় পাশের হার ছিল ৮৯.৬৫%। অর্থাৎ ৩৭ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিকে পাশ করেন। এর মধ্যে মাত্র ১৮ হাজার পড়ুয়া মুর্শিদাবাদে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন। যদি কয়েক হাজার পড়ুয়া জেলার বাইরে পড়তেও যায় তাহলে বাকিরা কি শিক্ষার আঙিনা থেকে ছিটকে গেল ? প্রশ্ন উঠছেই।















