Murshidabad On Line Admission: চাকরির ফর্ম ফিলাপ নেই দীর্ঘদিন, অনলাইন ভর্তিতে ভিড় ফিরছে সাইবার ক্যাফেতে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী ১৮ ই জুলাই সোমবার থেকে শুরু হয়েছে স্নাতক স্তরে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া । আবেদন প্রক্রিয়া শেষ হবে ৫ ই অগাস্ট । প্রথম দিনেই বহরমপুরে বিভিন্ন সাইবার ক্যাফেগুলিতে অনলাইনে কলেজে ভর্তির আবেদন জানাতে পড়ুয়াদের উৎসাহ চোখে পড়ার মত। যেহেতু অনলাইনেই ভর্তির প্রক্রিয়া শুরু হল, অন্যান্য জায়গার মতো বহরমপুরে বিভিন্ন সাইবার ক্যাফেগুলিতে ফিরেছে পুরোনো ছবি। একই সাথে একাধিক কলেজে আবেদন করার সুযোগ পাচ্ছেন ছাত্র ছাত্রীরা । রোদ গরমে ঘেমে নেয়ে লাইনে দাঁড়িয়ে ভর্তির আবেদন জানানোর পরিবর্তে অনলাইন প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছেন সকলেই।

এবছর বিভিন্ন বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের প্রাপ্ত নম্বর বেশ ভালোই। সেক্ষেত্রে নিজের পছন্দ মতো বিষয় নিয়ে পছন্দের কলেজে ভর্তি নিয়েও রয়েছে প্রতিযোগিতা। বর্তমানে চাকরির পরিক্ষার জন্য ফর্ম ফিলাপ আগের তুলনায় কমেছে। তাই পড়ুয়াদের ভিড়ে সাইবার ক্যাফের কর্মীরাও উচ্ছসিত।
আরো পড়ুন ঃ