Murshidabad CITU মুর্শিদাবাদে সিপিএমের CPI(M) শ্রমিক সংগঠনে পুরানো নেতারাই থেকে গেলেন। শনিবার কান্দিতে শুরু হয় সিটুর নবম সম্মেলন। সম্মেলন শেষে সম্পাদক হিসেবে জ্যোতিরুপ ব্যানার্জি, সভাপতি হিসেবে মহম্মদ নিজামুদ্দিনের নাম পুনরায় ঘোষিত হয়েছে। কোষাধ্যক্ষ পদে বদল এসেছে। কোষাধ্যক্ষ হয়েছে সুধীন ধর।
আরও পড়ুনঃ Berhampore Labour বেঙ্গালুরুর ওই শ্রমিকদের জন্য ১০ লক্ষ দাবি সিটুর
Murshidabad CITU শনিবার প্রকাশ্য সমাবেশের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সেই সমাবেশে বক্তব্য রেখেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, জিয়াউল আলম, জামির মোল্লারা। এরপর কান্দির রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হলে ৩ দিন ধরে চলে সম্মেলন। ২০২২ সালে শেষ বারের মতো মুর্শিদাবাদ জেলা সিটুর জেলা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলন থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জ্যোতিরূপ ব্যানার্জি, সভাপতি নির্বাচিত হন। মহম্মদ নিজামুদ্দিন তার আগে সিটুর জেলা সম্পাদক ছিলেন। জেলা সভাপতি পদে ছিলেন জ্যোতিরুপ ব্যানার্জি।














