Murshidabad মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সব দপ্তরের সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়নের বার্তা দিলেন। এক সময়ে মুখ্যসচিব মনোজ পন্থ মুর্শিদাবাদের জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকের দায়িত্ব পালন করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে মুর্শিদাবাদ সফরে আসেন তিনিও। বুধবার তিনি জেলা প্রশাসনিক ভবনে সরকারি কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেন। সভায় মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন ত্বরান্বিত করার বার্তার উপর জোর দেন মুখ্যসচিব।
Murshidabad বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, ‘ আলোচনা করলাম। জেলার বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ আছে জেলা শাসক ও তাঁর টিম যেটা করছে, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন, সবাইকে বললাম যাতে আমাদের কাজকর্মগুলো আরও ভালো ভাবে করতে পারি। জেলা শাসক যাতে এটা প্রতিনিয়ত মনিটরিং করেন। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টও যাতে এর সঙ্গে যুক্ত হতে পারে, আরও ভালো ভাবে কাজ করতে পারে, এই নিয়ে একটা আলোচনা হল।’
Murshidabad এদিন সকালে হরিহরপাড়া থানা পরিদর্শনেও যান মুখ্যসচিব। ঘুরে দেখেন থানা চত্বর। পাশাপাশি হরিহরপাড়া ব্লক প্রাথমিক হাসপাতালেও পরিদর্শনে যান। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথেও কথা বলেন। গত সোমবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছিলেন মুখ্যসচিব। বুধবারই দুদিনের জেলা সফর শেষ করে বহরমপুর থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।