এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Cooperative: হারাচ্ছে ১৬১ সমবায় সমিতি, কেন্দ্রীয় ব্যাঙ্কের আমানত বাড়ল ৩০০ কোটি

Published on: November 19, 2025
Murshidabad Cooperative

Murshidabad Cooperative মুর্শিদাবাদের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে (MDC Bank) জমা আমানতের সংখ্যা বেড়ে হল ১৩০৫ কোটি টাকা। ১ বছরে বাড়ল ৩০০ কোটি টাকা। বুধবার খাগড়ায় জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের অনুষ্ঠানে সেকথা ঘোষণা হল। অথচ জেলায় এবছরই প্রায় ২০০ সমবায় সমিতি বন্ধ হতে চলেছে। প্রায় ৬০০ সমবায় সমিতি বন্ধ হওয়ার মুখে। এই বিষয়ে অবশ্য অনুষ্ঠানে কোনও কথা শোনা গেল না। সমবায় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকা মুর্শিদাবাদের (Murshidabad) সাংসদ আবু তাহের খানকে জিজ্ঞাসা করা হলে তিনি এদিন জানান, যেখানে সমবায় সমিতির ম্যানেজাররা টাকা তছরুপ করেছে তার তদন্ত চলছে।

Murshidabad Cooperative

আরও পড়ুনঃ Murshidabad Cooperative: সার বিক্রির সোসাইটি বাড়ানো হচ্ছে

Murshidabad Cooperative আগেই জেলায় একের পর এক সমবায় সমিতি বন্ধ হয়ে গিয়েছে। সমিতিগুলির সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে। এখন দেখা যায় হঠাৎ করে কোনও সমবায় সমিতিতে ভোটে জেতার খবরে চর্চায় আসে। সূত্রের খবর, এখনই জেলায় ১১টি সমিতির রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ গিয়েছে। সব মিলিয়ে ১৬১ টি সমিতি রেজিস্ট্রেশন বাতিলের প্রক্রিয়ায় রয়েছে। এই জেলায় সরাসরি সমবায় দফতরের অধীনে নথিভুক্ত সমিতির সংখ্যা ১৭৯৬টি। তার মধ্যে কাজ করছে ১১৯৬ টি। ফলে বাতিল হতে পারে ৬০০ সমবায় সমিতি। এগুলি সব ক’টিই সমবায় দফতরের অধীনে। জানা গিয়েছে, ২ বছর কোনও কাজ না করলে সেই সমিতি বন্ধ করার সংস্থান রয়েছে। অনেকেই দেখা যায় ঋণ পাবে বলে সমবায় সমিতি গঠন করে। কিন্তু তার পরে সদস্যরা আর সক্রিয় না থাকায় কাজ করে না সেই সমিতি। তখন সেই সমিতি বন্ধ করে দিতে হয়। অনেকে লাভ হচ্ছে না বলে সমিতি চালাতে আগ্রহী থাকে না।

জমি দাতার প্রতিকৃতি

Murshidabad Cooperative এদিন সমবায় দফতরের জেলা অফিসের উদ্যোগে সমবায় সপ্তাহের অনুষ্ঠান হল। সারা দেশ জুড়েই ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমবায় সপ্তাহ পালন হচ্ছে। ৭২ ৩ম অখিল ভারত সমবায় সপ্তাহ পালন হয়েছে এখানেও। বিষয় আত্মনির্ভর ভারতের বাহন হিসেবে সমবায়। এদিন জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে একটি বই স্টলেরও উদ্বোধন হয়। একসঙ্গে উদ্যোগ নিয়ে কাজ করবার জন্যে গড়ে ওঠে সমবায়। মুর্শিদাবাদে সমবায় আন্দোলনের পথিকৃৎ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের জন্যে ৩৮ বিঘে জমি দান করেছিলেন নিত্যচরণ নাগ বাহাদুর। ২৭ বিঘে রেজিনগরে ও বহরমপুরে ১১ বিঘে। কেন্দ্রীয় সমবায় সপ্তাহের অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা জানাল সমবায় দফতর। উন্মোচন করা হল তাঁর পথিকৃৎ।

Murshidabad Cooperative ওই প্রতিকৃতি উন্মোচন করেন মুর্শিদাবাদ জেলাপরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। ১৯১৪ সালে ব্যাঙ্কের প্রতিষ্ঠা হলেও এতদিনে তাঁকে স্বীকৃতি দেওয়া হল। সমবায়, কৃষি, উদ্যানপালন সহ জেলা প্রশাসনের আধিকারিকরা এদিন হাজির ছিলেন। সমবায় দফতরের মুর্শিদাবাদ রেঞ্জের ডিসিআরএস মানব ব্যানার্জি দফতরের আধিকারিক প্রকাশদাস বিশ্বাসকে মঞ্চে তুলে বলছিলেন, ইনি প্রতিষ্ঠাতাকে খুঁজে বের করেছেন। তিনি আরও জানান, সমবায়ের বাইরে যারা আছেন তাঁদেরকে সমবায়ে যুক্ত করতে হবে। এখানে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে ১৩০৫ কোটি টাকা আমানত রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৩০০ কোটি টাকা রেখেছেন। ৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এর সঙ্গে জড়িত।

ভাগীরথী মিল্ক

Murshidabad Cooperative এদিকে আবু তাহের খানকে শোচনীয় ভাগীরথী মিল্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ভাগীরথী মিল্ক১ কোটি টাকা লাভ করেছে। এর ব্র্যান্ডিং এর জন্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। ভোট মিটলে সমবায় নির্বাচন নিয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now