এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad CBSE Schools : বহরমপুর মুখরিত ইংরেজি মাধ্যম স্কুলের ‘সহদয়া’র অনুষ্ঠানে

Published on: November 16, 2025
Murshidabad CBSE Schools

Murshidabad CBSE Schools কোট, টাই। মুখে চোস্ত ইংরেজি। চলাফেরা দেখে মনে হতে পারে রাজধানীর কোনও হাই স্ট্যান্ডার্ড নামী স্কুল থেকে বের হচ্ছে। মঞ্চে ইংরেজি নাটকে দুরন্ত অভিনয়। ভরত নাট্যম থেকে ওয়েস্টার্ন ডান্স। রবিবার বহরমপুর শহরে ইংরেজি মাধ্যম সিবিএসই বোর্ডের জেলার ছাত্র ছাত্রীরা জেলা পরিষদের প্রেক্ষাগৃহ আলো করল। তাদের অনেকের বাড়ি প্রান্তিক এলাকায়। যাদের দেখে স্বপ্ন দেখছে ‘পিছিয়ে পড়া’ মুর্শিদাবাদের (Murshidabad) গ্রাম গঞ্জ।
মধ্যবঙ্গের ইংরেজি মাধ্যম সিবিএসই (CBSE) বোর্ডের স্কুলগুলির সংগঠন ‘সহদয়া’র (SAHODAYA) অনুষ্ঠানে মুখরিত হল জেলা পরিষদের প্রেক্ষাগৃহ। সহদয়ার মধ্য দিয়ে এক ছাতার তলায় এসেছে ২০টি ইংরেজি মাধ্যম স্কুল। তাতে বীরভূম ও মালদার কয়েকটি স্কুলও আছে। উদ্ভাবনে নতুন দিগন্ত দেখাতে একত্রে পথ চলা। সেখানে উঠে এল মূল্যবোধ যুক্ত শিক্ষার কথা। স্কুল পড়ুয়াদের চাপ ছাড়া, মুক্ত মনে বাড়তে দেওয়ার কথা।

আরও পড়ুনঃ International Literacy Day: আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বহরমপুরে স্কুল পড়ুয়াদের বিশেষ উদ্যোগ

Murshidabad CBSE Schools কী উঠে এল অনুষ্ঠানে ?

‘সহদয়া স্কুল কমপ্লেক্স’-এর অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, শিক্ষকদের নিয়ে বার্ষিক অনুষ্ঠান হল। সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা। ‘সহদয়া স্কুল কমপ্লেক্স মুর্শিদাবাদ আনুয়াল ডে 2025’-এর থিম ছিল,’রাইজিং টুগেদার ফস্টারিং ইনোভেশন’। অর্থাৎ উদ্ভাবনের জন্যে একত্রে এগিয়ে চোলা। এবছর তাঁদের প্রথম অনুষ্ঠান।

‘Murshidabad CBSE Schools  সহদয়া’র প্রেসিডেন্ট মাউন্ট লিটেরা জি স্কুলের অধ্যক্ষ মানব কুমার দে বলেন, প্রত্যেক স্কুলের নিজেদের বার্ষিক অনুষ্ঠান হয়, এবার আমরা এক ছাতার তলায় সহদয়ার প্রথম অনুষ্ঠান করছি। সিবিএসই-র স্কুলগুলির অনুষ্ঠান। মালদা ও বীরভূম কয়েকটি স্কুল রয়েছে। আমরা ভবিষ্যতের নাগরিক তৈরি করছি। পিছিয়ে পড়া জেলার তকমা দেওয়া হয়। এটা মেনে নিই না। আগের ইতিহাস অনেকে জানেন না। এই জেলার শিশুরা এখান থেকে বেরিয়ে সারা বিশ্বে সুনাম অর্জন করছে। তাদের উচিত ফিরে এসে মুর্শিদাবাদের জন্যে কিছু করা। পাশাপাশি বাংলার নাম, দেশের নাম উজ্বল করা দরকার। ‘সহদয়া’র সম্পাদক ও লালবাগের সেন্ট স্টিফেন্স কলেজের অধ্যক্ষ অনামিকা দত্ত বলেন, ভুবনেশ্বরে সিবিএসই-র আঞ্চলিক অফিস ও দিল্লির অফিস তিন চার বছর আগে একটি সার্কুলার ছিল। আমরা যেখানে আছি সেখানে সব সিবিএসই স্কুলগুলি একত্রিত হয়ে ‘সহদয়া’ নামে একটি সংগঠন তৈরি করা। যাতে হাতে হাত মিলিয়ে ভবিষ্যতের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারি। দু-তিন বছর হল এটা করেছি। এখানে ছাত্র ছাত্রীদের বড় মঞ্চ দেওয়া হল। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ও টিচার অফ দ্য ইয়ার ঘোষণা করা এদিনের কার্যক্রমে আছে।

Murshidabad CBSE Schools

Murshidabad CBSE Schools অনুষ্ঠানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল তাঁর বক্তব্যে শিশুদের জন্য মুক্ত পরিবেশের কথা তুলে ধরেন। তাঁর কথায় করতালিতে ভরিয়ে দেন পড়ুয়ারা। তিনি বলেন, প্রতিযোগিতা মারাত্মক স্তরে। শিশুদের উপরে চাপ দেবেন না। সব অভিভাবকদের বলব, শিশুদের প্রতি নরম হন। ওদের নিজের মতো বাড়তে দিন। স্কুল জীবন আর ফিরে পাওয়া যাবে না। আমরা এখন মিস করি। কারণ জিন্দেগি না মিলেগি দোবারা। তাই উপভোগ করো। তাই-‘এনজয়’, ‘এনজয়’, ‘এনজয়’। ছাত্র ছাত্রীদের হাততালিতে ভরে উঠছিল হল। এই হাততালি অনাবিল আনন্দের। এই অভিবাদন আগামীর।
Murshidabad CBSE Schools  অনুষ্ঠানে ছিলেন, জেলা শিক্ষা আধিকারিক ড. এষা ঘোষ, জেলা স্কুল পরিদর্শক জয়ন্ত হালদার, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইলের অধ্যক্ষ অনিন্দ্য ঘোষ সহ জেলার প্রথম সারির শিক্ষাবিদরা।
Murshidabad CBSE Schools  অনুষ্ঠানে জেলা শিক্ষা আধিকারিক ড. এষা ঘোষ বলছিলেন, আমরা ভাবি কখন বড়দের মতো হব। কখন উপভোগ করবো। তোমরা এখন যা করার সুযোগ পাচ্ছ। এগুলো পরে আর পাওয়া যায় না। তিনি পড়ুয়াদের জীবনে মূল্যবোধ মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি জানান, এখনও নিরক্ষরতা রয়েছে। এটা লজ্জার। তোমরা বড় হও। তোমাদের কাছ থেকে জেলা আবার কিছু ফেরত পাবে। পরে তিনি সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, এই সমন্বয় ওদের এগিয়ে নিয়ে যাবে। এটা জেলার শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্যকর। ইংরেজি শিক্ষার গুরত্ব শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, বিশেষ করে জাতীয় ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দেখে বাবা মায়েরা চাইছেন ইংরেজি মাধ্যমে ভর্তি করতে। রাজ্য, দেশ সব জায়গায় এটা স্বাভাবিক প্রবণতা।

Murshidabad CBSE Schools 02

Murshidabad CBSE Schools  অনুষ্ঠানে রাজেন্দ্র সাহা, ময়ূরী দত্ত, প্রজ্ঞা রহমান, ইমতাজুল হোসেন, রুক্সানা সুলতানা, কে কে জয়সোয়াল সহ বিশিষ্টরা ছিলেন। ছাত্র ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। প্রভারাণি পাবলিক স্কুলের পড়ুয়ারা নাচে অংশ নেয়। এসবি অ্যাকাডেমি অফ মডার্ন এডুকেশনের পড়ুয়ারা ভরত নাট্যম নৃত্য পরিবেশন করে। মালদার ডন বস্কো ওয়েস্টারন ডান্সে অংশ নেয়। লালবাগের সেন্ট স্টিফেন্স স্কুল আইকনিক স্কুলের ডান্স ড্রামা হয়। গীতারাম গুরুকুলের দেশাত্মবোধক নাচের অনুষ্ঠান হয়। সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়ারা, ডিপিএস রামপুরহাট, এছাড়া সূর্য মেমোরিয়াল অ্যাকাডেমি, দমকল মডেল স্কুল, কমল কুমারি দেবী মেমোরিয়াল মডেল স্কুল, ডিপিএস ফরাক্কা, এমেলজেডেস বহরমপুর, গাইডেন্স ফাউন্ডেশন, এমেলজেডেস জঙ্গীপুর, ইংলিশ অরিয়েন্টাল আকাডেমি, সরস্বতী দেবী পাবলিক স্কুলের ছাত্র ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়।
Sahodaya Murshidabad CBSE এদিন দিনভর গুপি গাইন বাঘা বাইন এর দৃশ্য বা ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’- গানের দৃশ্যে মঞ্চে শিশুদের উপস্থাপনার অনুরণন শোনা যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now