Murshidabad case লালবাগে এক কলা বাগানের মধ্যে কলা পাতা দিয়ে ঢাকা ছিল পচা গেল মৃতদেহ! মুর্শিদাবাদের ইসলামপুরের এক নাবালিকার সাথে ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনায় অবশেষে হল সাজা ঘোষণা। ২০২২ সালের ১৪ ই আগস্ট নিখোঁজ হয় নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে এক যুবককে। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর হল সাজা ঘোষণা। নাবালিকাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড আসামি আতিকুল ওরফে ভোলা নামে এক যুবকের। বৃহস্পতিবার লালবাগে অ্যাডিশানাল ডিসট্রিক্ট এন্ড সেশানস জাজ- ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক ঋষি কেশরীর এজলাসে হয় সাজা ঘোষণা।
Murshidabad case কী কী ধারায় মামলা রুজু হয় এই মামলায়? ৩৬৩, ৩৬৫ ধারায় প্রথমে মামলা রুজু হয়। তারপর যুক্ত হয় ৩০২ ও ২০১ ধারা। ৩০২ ধারায় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। অন্যান্য ধারায় হয়েছে সাত বছর, তিন বছরের কারাদণ্ড। বহরমপুর কোর্টের সরকারি আইনজীবী আরিফুজ্জামান বলেন, ” রঞ্জিতপাড়া কলা বাগান থেকে উদ্ধার হয় কলা পাতা দিয়ে ঢাকা নাবালিকার পচা গলা দেহ। পরিবার সেই দেহ সনাক্ত করে। আসামি পুলিশ হেফাজতে থাকাকালীন বয়ানের ভিত্তিতে নাবালিকার পার্সে থাকা দশ হাজার টাকা, সোনার গয়না, ছবিও উদ্ধার হয়।” আইনজীবী আরও জানান, ” ১৪ই আগস্ট ২০২২ সালের ঘটনা। ৮৬ দিনের মাথায় পুলিশ চার্জশিট দাখিল করে এবং ২৮ দিনের মাথায় রায় প্রকাশ হল। আসামি কোথাও থেকে জামিন পায়নি। বরাবর কাস্টডিতেই আছে”।
Murshidabad case ঠিক কী অভিযোগ ছিল নাবালিকার পরিবারের? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সাথে প্রেম করে যুবক! – ঘর বাঁধার স্বপ্ন দেখেই যুবকের হাত ধরে ঘর ছাড়ে নাবালিকা! খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার মা। এরপরেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে চলে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরেই উদ্ধার হয় নাবালিকার পচাগলা দেহ। নারকীয় ঘটনায় আসামির সাজা ঘোষণা হওয়ায় কোর্টের রায়ে খুশি নাবালিকার পরিবার।