Murshidabad মঙ্গলবার সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা নদীয়ায়। করিমপুর থানার অন্তর্গত কাঁঠালিয়া এলাকায় বেসরকারি বাসের ধাক্কা যাত্রীবাহী মারুতিতে। মারুতি চালক সহ চার যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। মৃতদের মধ্যে দুজন মুর্শিদাবাদের বাসিন্দা। গাড়ি চালক সুমন সেখ রানীনগর থানার অন্তর্গত রাজাপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়। যাত্রী সুলেখা খাতুন জলঙ্গী থানার অন্তর্গত হুকাহারা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। বীভৎস দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে।
Murshidabad দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক সুমন সেখের বাবা দুলাল সেখ জানিয়েছেন, ছেলে সকালে যাত্রী নিয়ে মেহেদিপুর বর্ডারে যাচ্ছিল। মাঝপথেই ঘটে দুর্ঘটনা। তবে কোথা থেকে যাত্রী তুলেছিল তা জানা নেই। করিমপুর থানা থেকে ফোন আসে ছেলের মৃত্যু সংবাদের।
Murshidabad সুলেখা খাতুন জলঙ্গী থানার হুকাহারা দক্ষিণপাড়া এলাকায় ছেলেকে নিয়ে থাকতেন। তিনি কোথায় যাচ্ছিলেন তা জানা নেই বলে দাবি প্রতিবেশীদের। দুর্ঘটনায় মায়ের অকাল মৃত্যুতে দিশেহারা সন্তান। মর্মান্তিক এই দুর্ঘটনার দায় কার! বাস চালকের গাফিলতির মাশুল দিতে হল পাঁচ পাঁচটা তরতাজা প্রাণকে। শোকে কাতর মৃতদের পরিবার পরিজন।