Murshidabad Camel গভীর রাতে রাস্তায় ট্রাকভর্তি উট !

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Camel  ঝাড়খন্ড-বাংলা সীমান্তে বেআইনি উট পাচারের অভিযোগে ৯টি উট উদ্ধার করেছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার Samsherganj Police Station পুলিশ। রাজস্থান Rajasthan  থেকে অবৈধভাবে আনা উটগুলি নিয়ে আসা হচ্ছিল একটি ট্রাকে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা মেহেজান নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সামশেরগঞ্জ ও তার আশপাশের এলাকায় উট দেখা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা যায়, এই উটগুলি সম্ভবত রাজস্থান থেকে বেআইনিভাবে আনা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুর এলাকায় একটি ট্রাক আটকে অভিযান চালায় পুলিশ। ট্রাকটির তল্লাশি চালিয়ে ৯টি উট উদ্ধার করা হয়।

Murshidabad Camel কেন আটক উট ? 

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত উটগুলির সঙ্গে কোনো বৈধ নথি ছিল না।  মেহেজানকে  জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চেষ্টা করছে কেন এবং কোথায় উটগুলি পাচার করা হচ্ছিল। বেআইনি পশু পাচার চক্রের সঙ্গে জড়িত আরও কেউ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পশু পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া পদক্ষেপ করা হবে।

পুলিশ শুক্রবার মেহেজানকে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করে। তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে এই চক্রের গভীরে প্রবেশ করে আরও তথ্য বের করা যায়।উট পাচারের ঘটনা নতুন কিছু নয়। সাধারণত এই উটগুলিকে চামড়ার ব্যবসা, মাংস উৎপাদন বা জ্যান্ত পশু হিসেবে বিক্রির জন্য পাচার করা হয়। রাজস্থান, যেখানে উট ভারতের জাতীয় পশু হিসেবে বিবেচিত হয়, সেখান থেকে উট বেআইনিভাবে বিভিন্ন রাজ্যে পাচার করা হয়।

Murshidabad Camel আরও পড়ুনঃ আট লক্ষ টাকা খরচ করে রাজস্থানে ফেরত গেল উট