এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Bus: রাস্তায় বাস কম, নেই যাত্রীর ভিড়ও – Berhampore Mohana Bus Stand

Published on: July 1, 2021

সরকারি নির্দেশে দীর্ঘদিন পরে বৃহস্পতিবার রাস্তায় নামল বাস। তবে যাত্রী কম থাকায় খুব সংখ্যায় বাস এদিন রাস্তায় নামে। সেই ছবিই উঠে এল বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে।

বাস ড্রাইভার থেকে বাস কণ্ডাক্টার সকলেই জানালেন, যাত্রীর সংখ্যা খুবই কম ছিল এদিন। এভাবে চললে রাস্তায় বাস চালানো যাবে কিনা , তা নিয়েও সংশয়ে পরিবহণ শ্রমিকরা।

 

বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড

সচেতনতা নিয়ে গাফিলতির ছবিও এদিন ধরা পড়েছে বাসস্ট্যান্ড জুড়ে। অনেকের মুখেই নেই মাস্ক। মাস্ক নিয়ে ভ্রুক্ষেপও নেই কারো। এরকম চলতে থাকলে বিপদ বাড়বে, আশঙ্কা চিকিৎসকদের।

অনেক মালিকই এখনও সব বাস রাস্তায় নামানোর ঝুঁকি নিতে চান নি। নয়া সরকারি নিয়মে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে বাস।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now