Murshidabad BSF পদ্মায় তলিয়ে গেল BSF এর আউটপোস্ট

Published By: Imagine Desk | Published On:

Murshidabad BSF ভগবানগোলায় নদী ভাঙ্গনে পদ্মায় তলিয়ে গেল বিএসএফের আউট পোস্ট। সোমবার সকাল থেকে শুরু হয় পদ্মায় Padma River ভয়াবহ ভাঙ্গন। তখনই ভগবানগোলা এক নম্বর ব্লকের আখেরীগঞ্জ নির্মলচরের রাজাপুর পাতিবোনা এলাকায় পদ্মার ধারে থাকা বিএসএফের Border Security Force আউট পোস্ট পদ্মায় তলিয়ে যায়।

Murshidabad BSF  ভারত বাংলাদেশ সীমান্তে এই আউট পোস্ট থেকে সীমান্ত পাহাড়ার কাজ করতেন বিএসএফ জওয়ানেরা। এদিন সকালে থেকে পদ্মাপারে ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনের খবর পেয়ে ঘটনাস্থলে জান বিএসএফের আধিকারিকেরা। আউট পোস্টের পাশে থাকা বৈদ্যুতিক সরজ্ঞাম উদ্ধার করে বিএসএফ ক্যাম্পে রাখা হয়।

See also  মামুদপুরের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা