Murshidabad Brick kilns: মুর্শিদাবাদে বন্ধ থাকছে ইটভাটা , মালিকদের মিছিল বহরমপুরে

Published By: Madhyabanga News | Published On:

পবিত্র ত্রিবেদীঃ বুধবার দুপুরে ইটভাটার মালিকরা বহরমপুর শহরে মিছিল করলেন। ইটভাটা সংক্রান্ত বিভিন্ন দাবি রয়েছে তাঁদের। দাবিগুলো হলো, ইটভাটায় জিএসটি কমানো, সরকারি দামে কয়লা সরবরাহ নিশ্চিত করা, দূষণ সংক্রান্ত মিথ্যা দোষারোপ বন্ধ করা। এছাড়া কৃষি জমির মাটির পরিবর্তে বিকল্প ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি রয়েছে। ব্যানারে ইটভাটা বন্ধের ডাক দিয়ে এদিন মিছিল করল
অল ইন্ডিয়া ব্রিক এন্ড টাইলস ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন। মিছিল করে এসে টেক্সটাইল কলেজ মোড়ে অবস্থান করেন মালিকরা।

তাঁদের একটি প্রতিনিধিদল ওই সমস্ত বিভিন্ন দাবিতে জেলাশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যায়। ইটভাটা মালিক সৌমেন সিংহ বলেন, জিএসটি হার কমাতে হবে। সরকারি দামে কয়লা পেলে আমাদের যেটা 8000 টাকায় কিনতে হয়। তা কিনতে হচ্ছে কুড়ি হাজার টাকায় । তাছাড়া ইটভাটার জন্য মাটির সমস্যা হচ্ছে। যেসব খাল-বিল বুজে যাচ্ছে সেখান থেকে আমাদের মাটি নিতে হবে। সংগঠনের সভাপতি আব্দুল বাকি শেখ বলেন, আমরা স্মারকলিপি জমা দিলাম। আমাদের ইটভাটা আপাতত বন্ধ থাকছে। যতক্ষণ না দাবি মিটছে আমরা ইটভাটা চালু করছি না । তবে আগামী ১৮ তারিখ থেকে জমে থাকা ইট বিক্রি চালু করব। দেশব্যাপী আমাদের আন্দোলন চলছে।