এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Book Fair 2026 নতুন বছরে মুর্শিদাবাদ জেলা বই মেলা! কবে থেকে শুরু?

Published on: December 23, 2025
Murshidabad Book Fair 2026

Murshidabad Book Fair 2026  ” ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার” – এই আঙ্গিকে ৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলা ২০২৫-২০২৬  Murshidabad Book Fair  অনুষ্ঠিত হতে চলেছে বহরমপুর শহরে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকারের উদ্যোগে ও মুর্শিদাবাদ স্থানীয় গ্রন্থাগার কৃত্যক ( লোকাল লাইব্রেরী অথরিটি) -র পরিচালনায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে মুর্শিদাবাদ জেলা বইমেলা শুরু হচ্ছে ৫ ই জানুয়ারী ২০২৬ থেকে। বইমেলা চলবে ১১ ই জানুয়ারী ২০২৬ অবধি।   জেলা গ্রন্থাগার সূত্রে জানা গেছে, বইমেলার সময় প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৮,৩০ মিনিট পর্যন্ত। ৫ ই জানুয়ারী বেলা ২ টোয় বইমেলার উদ্বোধন করবেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী। বইমেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ আলোচনার আয়োজন করা হয়েছে।

Murshidabad Book Fair 2026 মুর্শিদাবাদ জেলা বইমেলার প্রস্তুতি কোন পর্যায়ে? কী জানালেন জেলা গ্রন্থাগার আধিকারিক?

জেলা গ্রন্থাগার আধিকারিক অমিত সাহা

 

Murshidabad Book Fair 2026 মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার আধিকারিক  অমিত সাহা জানান,  এবছর মুর্শিদাবাদ জেলা বইমেলার ৪৫ তম বর্ষ। যে সমস্ত সাব কমিটিগুলো রয়েছে মিটিং হয়েছে ইতিমধ্যেই।  জেলার ২৬ টি ব্লকেই হ্যান্ড বিল, ফ্লেক্স বিতরণ হয়েছে। বইমেলা শুরু হতে চলেছে যার অগ্রিম প্রচারও শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে জেলা জুড়ে ঘুরবে প্রচার অভিযানে ট্যাবলো। ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবছরের বইমেলায়। প্রদর্শনীকক্ষকে ভাষার বিবর্তনের সাথে কীভাবে তৈরি করা যায় সেইদিকেও লক্ষ্যমাত্রা রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথেই স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ ভাবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

 

Murshidabad Book Fair 2026  ২৫ ডিসেম্বর থেকে জেলা জুড়ে ঘুরবে প্রচার অভিযানে ট্যাবলো

Murshidabad Book Fair 2026 জেলা গ্রন্থাগার আধিকারিক আরও জানিয়েছেন,  উদ্বোধনী পর্বে চমক থাকছে। বইমেলায় থাকছে বই কেনা এবং উপহার পাওয়ারও সুযোগ। ৫ হাজার টাকার বই কিনলে চারা গাছে উপহার মিলবে। বাচ্চাদের বিনোদনের জন্য সান্ধ্যকালীন খেলার আয়োজন থাকছে।  বই পড়ার সঙ্গে সঙ্গে খাবারের স্টল, মনোরঞ্জনের স্টল বিভিন্ন দপ্তরের স্টল থাকবে মেলা প্রাঙ্গণে। বইমেলায় বইয়ের স্টল থাকছে ১০০ টি। কলকাতা থেকে ৭৫ টি পাবলিশার্স অংশ নিচ্ছে। এছাড়াও নন বুক স্টল থাকছে প্রায় ২০ টি। খাবারের স্টল ২০ টি। ১০ থেকে ১৫ টি সরকারি নানান প্রকল্পের স্টল।

Murshidabad Book Fair 2026  বইমেলায় বইয়ের স্টল থাকছে ১০০ টি

Murshidabad Book Fair 2026 জেলা গ্রন্থাগার আধিকারিক বলেন, বইমেলা গর্বের এবং  আবেগের বিষয়। এবছর আরও বেশী সংখ্যক বইপ্রেমীদের ভিড় হবে মেলা প্রাঙ্গণে আশা করাই যায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now