এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Book Fair 2026 বহরমপুরে শুরু ৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলা, উদ্বোধন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

Published on: January 5, 2026
Murshidabad Book Fair 2026 

Murshidabad Book Fair 2026    বহরমপুরে শুরু হল ৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলা Murshidabad Book Fair 2026  । পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকারের উদ্যোগে ও মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারের পরিচালনায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে আয়োজিত বইমেলার উদ্বোধন করলেন গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী  । মুর্শিদাবাদ জেলা বইমেলা তিনি বলেন, “গতবারের রেকর্ড ছিল প্রায় ১ কোটি ৪০ লক্ষ। মালদা আর মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রতিযোগিতা হয়। কোন জেলা ফার্স্ট কোন জেলা সেকেন্ড। মুর্শিদাবাদের রেকর্ড সবসময় উপরের দিকেই থাকে। আমি আশা করব দেড় কোটি টাকার বই বিক্রি হোক, বই লেনদেন হোক, এটাই পারবে সমাজ ব্যবস্থার নতুন পরিবর্তন আনতে। বাংলার ঐতিহ্য, বাংলার অতীত , বাংলার ভবিষ্যৎ, বাংলার রক্তে প্রচলিত হল বই। ”

আরও পড়ুনHumayun Kabir ২৬ এর শুরুতেই Murshidabad এ এমএলএ, এমপি-দের চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন কবীর

Murshidabad Book Fair 2026 “বই পড়ুন, বই পড়া ছাড়া গতি নেই”- সিদ্দিকুল্লা চৌধুরী

Murshidabad Book Fair 2026  বইমেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, জেলা গ্রন্থাগার আধিকারিক অমিত সাহা, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা, লালগোলার বিধায়ক মহম্মদ আলি সহ প্রশাসনিক কর্তাব্যক্তি, জনপ্রতিনিধি ও জেলা গ্রন্থাগার কর্তাব্যক্তিরা।

Murshidabad Book Fair 2026 কী বললেন জেলা শাসক নিতিন সিংহানিয়া?

Murshidabad Book Fair 2026 জেলা বইমেলা প্রসঙ্গে  মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, “বইমেলাতে এত বুক স্টল ওনার্স তার সাথে সেল্প হেল্প গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন স্টলদাতারা তাদের যেভাবে ইকোনোমিক এমপাওয়ারমেন্ট হচ্ছে বইমেলার মাধ্যমে বাংলা জুড়ে তার জন্য আন্তরিকভাবে ধ্যনবাদ দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে। আমাদের প্রতিশ্রুতি গত বছর বইমেলায় যে ইনকাম হয়েছিল তার থেকে বেশী করে আমরা দেখাব।”

Murshidabad Book Fair 2026  মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন,  ” পুঁথিগত বিদ্যা ছাড়া, জ্ঞ্যান অর্জন ছাড়া আমরা অসম্পূর্ণ। প্রত্যেকের যাতে চেষ্টা থাকে যাতে বই আমরা কিনতে পারি।”

Murshidabad Book Fair 2026 উদ্বোধনের পরেই এদিন মেলা প্রাঙ্গণে একাধিক স্টল ঘুরে দেখেন মন্ত্রী। ঘুরে দেখেন সরকারি প্রকল্পের খতিয়ান মোড়া স্টলও। উল্লেখ্য, ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি অবধি চলবে মুর্শিদাবাদ জেলা বইমেলা বহরমপুর শহরের প্রানকেন্দ্র ব্যারাক স্কোয়ার ময়দানে । এবছর বইমেলায় বইয়ের স্টল থাকছে ৯৮ টি। এছাড়াও থাকছে সরকারি প্রকল্পের প্রদর্শনী। বিশেষ চমক ‘ বিকেলের ব্যালকনি’। থাকছে সরকারের সাফল্যের খতিয়ান, বিভিন্ন ধরণের মডেল। বইমেলায় সাংস্কৃতিক মঞ্চে প্রদর্শিত হবে ছৌ নাচ, বাউল, আলকাপ। সঙ্গে ২ দিন হবে সেমিনার। মূলত ” ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার” – এই আঙ্গিকে ৪৫ তম জেলা বইমেলা প্রাঙ্গণ সেজে উঠেছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now